নয়াদিল্লি: আইপিএলের (IPL) বিউগলটা বাজতে শুরু করে দিয়েছে ক্রিকেট প্রেমীদের কানে। ১৯ ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। হলই বা মিনি নিলাম, কিন্তু যা তোড়জোড় চলছে এই আইপিএল নিলাম (IPL 2024 Auction) নিয়ে তা দেখে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। আইপিএল মানেই দেশ-বিদেশের ক্রিকেট প্রেমীদের কাছে বিনোদনের পসরা। ১০ দলের ধুন্ধুমার লড়াই। রেকর্ডের ছড়াছড়ি। ১৬তম আইপিএল শুরু হতে দেরি রয়েছে। তার আগে হবে নিলাম। এ বারের নিলামে ১১৬৬ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। তার মধ্যে ৩৩৩ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বোর্ড। তাঁদের মধ্যে ভারতের ২১৪ জন ক্রিকেটার রয়েছেন। বাকি ১১৯ জন বিদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে ২ জন রয়েছেন আইসিসি সহযোগী দেশের। জানেন এ বারের নিলামে ভাগ্যপরীক্ষা হতে চলেছে ‘চারাগাছ’ ও ‘বটগাছ’-এর। এই চারাগাছ বলতে বোঝায় তরুণ ও বটগাছ বলতে বোঝায় বয়স্ক ক্রিকেটারকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০২৪ আইপিএলের নিলামে কোন তরুণ ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে?
দুবাইতে হতে চলা আইপিএলের মিনি নিলামে যে সকল ক্রিকেটারদের ভাগ্যপরীক্ষা হবে তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হলেন আফগানিস্তানের আল্লাহ গজনফর। ১৬ বছর বয়সী এই আফগান অফ-স্পিনার ২০২৩ সালের আইপিএল নিলামেও নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু দল পাননি। ২০০৭ সালের ১৫ জুলাই জন্ম আল্লাহর। তিনি এখনও অবধি ৪টি লিস্ট-এ এবং ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
২০২৪ আইপিএলের নিলামে কোন বয়স্ক ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে?
দুবাইতে হতে চলা আইপিএল-২০২৪ এর মিনি নিলামে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হলেন আফগানিস্তানের মহম্মদ নবি। তাঁর বয়স এখন ৩৮ বছর। আইপিএল-২০২৪ এর আগে তাঁর বয়স হবে ৩৯ বছর। এই সিনিয়র আফগান অলরাউন্ডার অতীতে আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কিন্তু ২০২৩ সালের আইপিএলে তাঁর খেলা হয়নি। কারণ তিনি দল পাননি। গত আইপিএলের নিলামে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন মহম্মদ নবি এবং দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার ছিলেন অমিত মিশ্র।