নয়াদিল্লি: এশিয়া কাপ নিয়ে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তো রয়েছেই, কিন্তু বেশি উন্মাদনা ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2033) নিয়ে। দেশ বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপের জন্য তাঁদের প্রিয় দল বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার তুলে ধরেছেন তাঁদের মনের কথাও। সম্প্রতি আইসিসিকে (ICC) দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার জ্যাক কালিস (Jacques Kallis) জানিয়েছেন, এ বারের বিশ্বকাপে তাঁর মতে সব চেয়ে বেশি রান করবেন কোন ক্রিকেটার। ভারতের কোনও ক্রিকেটারের কথা বলেননি কালিস। তা হলে কালিসের চোখে আসন্ন বিশ্বকাপে সব চেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার কে হতে চলেছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতের মাটিতে যেহেতু বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তাই টিম ইন্ডিয়ার সকল সমর্থকদের একটাই প্রার্থনা হবে, বিশ্বকাপ আসুক মেন ইন ব্লু শিবিরে। যদিও প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিসের মতে এ বারের বিশ্বকাপে বিরাট-রোহিতরা নয়, বরং চমক দেখাতে চলেছেন ইংল্যান্ডের জস বাটলার। তিনি বাজি ধরছেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলারের উপর। কালিস বলেন, ‘আমার মনে হয় এ বারের বিশ্বকাপে সব চেয়ে বেশি রান করবে জস বাটলার। ওর জন্য বিদেশের মাটিতে হলেও ভারতের পরিবেশে আমি ওকে এগিয়ে রাখছি। আমার মনে হয় ইংল্যান্ড টিমও ভাবো খেলবে।’
ভারতের মাটিতে ইংলিশ অধিনায়ক জস বাটলার কতটা বিধ্বংসী ব্যাটিং করেন তা আইপিএলের সময় সকলে দেখেছেন। তা যদিও টি-২০ ফর্ম্যাটে। কিন্তু ওডিআইতে ভারতের মাটিতে খুব একটা ভালো রেকর্ড নেই বাটলারের। কারণ ভারতে ৫০ ওভারের ফর্ম্যাটে ৮টি ম্যাচে ৮৩ রান করেছেন তিনি। তাতে বাটলারের গড় ১১। এই পরিসংখ্যান মোটেও নজরকাড়া নয়। কিন্তু তারপরও কালিস আশাবাদী জস বাটলারের ব্যাটই হবে বিশ্বকাপে সবচেয়ে চওড়া। এ বারের বিশ্বকাপে জস বাটলার ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন। ইংল্যান্ড টিমও চাইবে বিশ্বকাপ জয়ের খেতাব ধরে রাখতে।