ICC ODI World Cup 2023: বিরাটের সঙ্গে বাবর আজমের তুলনা? পাক অধিনায়ককে খোঁচা হরভজনের
Harbhajan Singh: চলতি বিশ্বকাপে পাক অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন আগেও উঠেছে। বাবরের নিজের দেশের প্রাক্ত ক্যাপ্টেন শোয়েব মালিক তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ, কোথাও সেভাবে ব্য়ক্তিগত সাফল্যের দেখা পাননি তিনি। আজ, সোমবার আফগানদের মুখোমুখি পাকিস্তান। এই ম্য়াচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবেন বাবর। তাঁর দিকেই এখন তাকিয়ে দল।

নয়াদিল্লি: এ বারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) সাড়া জাগাতে পারছে না পাকিস্তান (Pakistan)। যে পাকিস্তানের একসময় ফিল্ডিং, বোলিংয়ে কৌলিন্য ছিল,সেই দল চলতি বিশ্বকাপে খেই হারাচ্ছে। চার ম্য়াচের দু’টিতে জয় পেয়েছে পাকিস্তান। খাতায় কলমে ওয়ান ডে ফরম্যাটে আইসিসির সেরা ব্য়াটার হলেও, বিশ্বকাপে এখনও পর্যন্ত ছাপ ফেলতে পারেননি বাবর আজম (Babar Azam)। এ বার সামাজিক মাধ্যমে বাবরকে কায়দা করে বিঁধলেন ভারতীয় কিংবদন্তি হরভজন সিং। বিরাট কোহলির থেকে বাবরের শেখা উচিত, বলেও মনে করেন এই কিংবদন্তি। এই বিষয়ে কী বলছেন তিনি? TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বর্তমানে স্বপ্নের ফর্মে রয়েছেন কিং কোহলি। চলতি বিশ্বকাপের প্রথম ম্য়াচ থেকেই দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি। অনেক সময় পাক মহলে বাবারের সঙ্গে কোহলির তুলনা শোনা যায় কিছু মানুষের মুখে। যার ঘোর বিরোধিতা জানিয়েছেন হরভজন। তাঁর মতে, বিরটাকে দেখে শেখা উচিত বাবরের। এই বিষয়ে সামাজিক মাধ্যম X-এ হরভজন লেখেন, “বলতে কোনও দ্বিধা নেই এই সময়ের সুপারস্টার বিরাট কোহলি। প্রতিটা ম্যাচে ছাপ ফেলছে, দলকে জেতাচ্ছে। বাবরসহ অন্য়ান্য ক্রিকেটারদের ওর থেকে শেখা উচিত। এই নিয়ে কোনও সন্দেহ আছে?”
চলতি বিশ্বকাপে পাক অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন আগেও উঠেছে। বাবরের নিজের দেশের প্রাক্ত ক্যাপ্টেন শোয়েব মালিক তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ, কোথাও সেভাবে ব্য়ক্তিগত সাফল্যের দেখা পাননি তিনি। আজ, সোমবার আফগানদের মুখোমুখি পাকিস্তান। এই ম্য়াচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবেন বাবর। তাঁর দিকেই এখন তাকিয়ে দল।
