IND vs AUS: ইচ্ছে ছিল না, তাও… রাহুলকে ওপেনিংয়ে পাঠানোর আসল কারণ কী?
Rohit Sharma: লোকেশ রাহুলকে (KL Rahul) ওপেনিংয়ে পাঠাচ্ছেন রোহিত শর্মা। এই সিদ্ধান্ত প্রেস কনফারেন্সে জানানোর পর একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। সন্দেহ নেই, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
কলকাতা: চাপে পড়ে সিদ্ধান্ত? ইচ্ছে থাকা সত্ত্বেও সরে দাঁড়াতে হল? বিতর্কে পড়তে পারেন নাকি, আত্মবিশ্বাস নেই? লোকেশ রাহুলকে (KL Rahul) ওপেনিংয়ে পাঠাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই সিদ্ধান্ত প্রেস কনফারেন্সে জানানোর পর একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। সন্দেহ নেই, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। লোকেশ রাহুল পারথে যে ভাবে ওপেন করেছেন, লড়াই করেছেন, বিপক্ষকে চাপে ফেলেছেন, তাঁকে ওপেন না করানোর কোনও যুক্তিই নেই। ব্যর্থ হলেও মেলবোর্ন পর্যন্ত রাহুলকেই ওপেন করাতে হবে। প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হল, ওপেনারের বদলে মিডল অর্ডারে নিজেকে নামিয়ে আনার সময় কী ভাবনা চলছিল রোহিতের? কতটা সহজ মনে নিতে পেরেছেন নিজেরই সিদ্ধান্ত?
পিতৃত্বকালীন ছুটিতে থাকার সময় পারথ টেস্টের একটাও বল মিস করেননি ভারতের ক্যাপ্টেন। প্রথম দু’দিন টিভিতেই দেখেছেন। তারপর যোগ দিয়েছেন টিমের সঙ্গে। রোহিত বলছেন, ‘আমাদের দুই ওপেনারই পারথে অবিশ্বাস্য ব্যাটিং করেছে। ওদের খেলা আমি বাড়িতে বসে দেখেছি। রাহুলের ব্যাটিং দেখতে সত্যিই ভালো লাগছিল। এই মুহূর্তে রাহুল ওপেনিংয়ের দাবিদার। এই মুহূর্তে বদলের কোনও জায়গা নেই। ভবিষ্যতে হয়তো অন্যরকম কিছু হতে পারে। আমরা রেজাল্ট চাই। সাফল্য চাই।’
নিজে ওপেনিংয়ে যাবেন না, এটা কতটা কঠিন সিদ্ধান্ত ছিল? অস্ট্রেলিয়ায় যে মিডল অর্ডারে ব্যাট করেননি, তা নয়। কিন্তু ক্যাপ্টেন হওয়ার পর থেকে টেস্টেও নিয়মিত ওপেনই করেন। কিন্তু নিজেকে মিডল অর্ডারে নামিয়ে নিয়ে যেতে রোহিতেরও যথেষ্ট কষ্ট হয়েছে। ঠিক এখানেই ক্যাপ্টেন রোহিতের প্রশংসা করতে হচ্ছে। তাঁর জায়গায় অন্য যে কেউ থাকলে হয়তো নিজের কথাটাই আগে ভাবতেন। রোহিত বলছেন, ‘ব্যক্তিগত ভাবে এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে সহজ ছিল না। কিন্তু দলের কথা ভাবলে এটাই সঠিক সিদ্ধান্ত।’
ক্যাপ্টেন ততটাই ভালো, যতটা তাঁর টিম ভালো। ক্রিকেটে প্রবাদ হয়ে যাওয়া এই উক্তি হয়তো রোহিতের জন্য নয়। তাঁর জন্য লিখতে হবে, ক্যাপ্টেন যতই ভালো হোন, টিম সব কিছুর উর্ধ্বে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় স্বার্থের সংঘাত কখনও থাকে না!