KKR vs PBKS, IPL 2023: মোখা’র আগেই উঠবে ব্যাটিং ঝড়, তিলোত্তমায় এলেন কেকেআরের বিধ্বংসী ব্যাটার

Johnson Charles : লিটন দাসের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিধংসী ব্যাটার জনসন চার্লসের নাম ঘোষণা করেছিল কেকেআর। আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতায় চলে এলে তিনি।

KKR vs PBKS, IPL 2023: মোখা'র আগেই উঠবে ব্যাটিং ঝড়, তিলোত্তমায় এলেন কেকেআরের বিধ্বংসী ব্যাটার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2023 | 1:42 PM

কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। এ রাজ্যে তার প্রভাব পড়বে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে মোখা আছড়ে পড়ার আগেই কলকাতার ইডেন গার্ডেন্সে উঠবে ব্যাটিং ঝড়। আজ ক্রিকেটের নন্দন কাননে পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে কেকেআর (KKR vs PBKS)। এই ম্যাচে হার-জিতের উপর অনেকটাই নির্ভর করবে চলতি আইপিএলে (IPL 2023) কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির কাছে। সোম-সন্ধ্যায় বীর-জারা দ্বৈরথের আগে বিশাল স্বস্তি নাইট শিবিরে। কলকাতায় চলে এলেন লিটন দাসের পরিবর্তে নাইটদের দলে যোগ দেওয়া ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার জনসন চার্লস (Johnson Charles)। তাঁর আগমনে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতার শক্তি যে বাড়ল, তাতে সন্দেহ নেই। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বেশ দেরি করেই কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। একটি ম্যাচ খেলে দেশে ফিরে যান তিনি। ন্যাশনাল ডিউটির জন্য আইপিএলের জন্য আর ফিরতে পারবেন না লিটন। গত সপ্তাহে তাঁর পরিবর্ত ঘোষণা করে দিয়েছিল কেকেআর। ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ, ক্যারিবিয়ান কিপার-ব্যাটার জনসন চার্লস। চলতি বছরের মার্চ মাসে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৩৪ বছরের চার্লসের এটাই প্রথম আইপিএল। অতীতে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে খেলেছেন। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেন জনসন চার্লস। টপ অর্ডারে ব্যাটিংয়ের ভরপুর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি যোগ দেওয়ায় নাইটদের টপ অর্ডারের সমস্যা মিটবে বলেই আশা।

কেকেআর দলের বহুদিনের সদস্য আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এই দুই ক্যারিবিয়ান তারকার পাশাপাশি আরও এক ক্যারিবীয় সদস্যের আগমন হল কিং খানের টিমে। প্রতিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নিতে তৈরি তিনি। তবে সদ্য দলে যোগ দেওয়ায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে আজকের ম্যাচে তাঁর নামার সম্ভাবনা নেই বললেই চলে। চলতি সপ্তাহে ইডেনে কেকেআর খেলবে আরও একটি ম্যাচ। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে কেকেআর। সেই ম্যাচে সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে মাঠে নেমে পড়বেন জনসন।