Virat Kohli : আইসিসি ফাইনালে ফ্লপ বিরাট! পরিসংখ্যান কী বলছে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 05, 2023 | 8:30 AM

WTC Final 2023 : আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিশেষ নজরে থাকবেন বিরাট কোহলি। আইসিসি ফাইনালের মঞ্চে কিং কোহলি (Virat Kohli) কতটা হিট জানেন? রইল বিস্তারিত পরিংসখ্যান।

Virat Kohli : আইসিসি ফাইনালে ফ্লপ বিরাট! পরিসংখ্যান কী বলছে?
আইসিসি ফাইনালে ফ্লপ বিরাট! পরিসংখ্যান কী বলছে?

Follow Us

লন্ডন : ওভালে আর একদিন পর ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) মহারণ। জোরকদমে বিশ্ব টেস্ট ফাইনালের (WTC Final) কাউন্ট ডাউন চলছে। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও কিউয়ি কাঁটা পেরোতে পারেনি টিম ইন্ডিয়া। এ বার কী হবে? ভারতীয় সমর্থকরা মনেপ্রাণে WTC ট্রফি দেখতে চান বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে। যার জন্য জোরকদমে অনুশীলনও করছেন ভারতীয় ক্রিকেটাররা। অজিদের বিরুদ্ধে এ বারের মেগা ফাইনালে বিশেষ নজরে থাকবেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি বরাবরই খেলতে ভালোবাসেন। কিন্তু কিং কোহলির ব্যাট আইসিসি ফাইনালে ততটাও উজ্জ্বল হয়নি। অতীত পরিসংখ্যানে নজর দিলে দেখা যাবে আইসিসির বিভিন্ন ইভেন্টের ফাইনালে বিরাটের নামের পাশে রয়েছে মাত্র একটি হাফসেঞ্চুরি। এ বার যদিও ওভালে জ্বলে উঠতে পারে বিরাটের ব্যাট। সদ্য শেষ হওয়া আইপিএলে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। একাধিক ম্যাচে আরসিবির হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ভারতের মাটিতে ১৬তম আইপিএলে পরপর ২টি সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া গিয়েছেন বিরাট। এ বার দেখার আসন্ন বিশ্ব টেস্ট ফাইনালে কেমন পারফর্ম করেন কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ঝলকে আইসিসি ফাইনালে বিরাট কোহলির পারফরম্যান্স —

১) ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে ৩৫ রান করেছিলেন বিরাট কোহলি। সে বার টিম ইন্ডিয়া জিতেছিল।

২) ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে ৪৩ রান করেছিলেন বিরাট কোহলি। সে বারই শেষ বার আইসিসি ট্রফি এসেছিল ভারতীয় শিবিরে।

৩) ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সে বার জিততে পারেনি টিম ইন্ডিয়া।

৪) ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাত্র ৯ বল খেলেছিলেন বিরাট কোহলি। সে বার পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৫ রান করেছিলেন বিরাট। পাক দলের কাছে সেই ম্যাচে হেরেছিল ভারত।

৫) ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ২টি ইনিংসে কোহলি করেছিলেন যথাক্রমে ১৩২ বলে ৪৪ রান ও ২৯ বলে ১৩ রান। সে বার কিউয়ি দল হারিয়েছিল ভারতকে।

আইসিসি ফাইনালে বিরাটের পরিসংখ্যান খুব একটা নজরকাড়া নয় তা ঠিক। কিন্তু আসন্ন বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের সামনে যে প্রতিপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে বরাবরই খেলতে পছন্দ করেন কোহলি। অজিদের বিরুদ্ধে এখনও অবধি ২৪টি টেস্টে ১৯৭৯ রান করেছেন বিরাট। তাঁর ব্যাটিং গড় ৪৮.২৬। রয়েছে ৮টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের সর্বাধিক রান ১৮৬। তিন ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও অবধি মোট ৯২টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তার মধ্যে ৫০-এর বেশি গড়ে রান করেছেন ৪৯৪৫। পাশাপাশি অজিদের বিরুদ্ধে তিন ফর্ম্যাটে সবমিলিয়ে বিরাটের নামের পাশে রয়েছে ১৬টি সেঞ্চুরি এবং ২৪টি হাফসেঞ্চুরি।

Next Article