IPL 2023: মায়াঙ্কে ভরসা নেই! বিদেশি ক্রিকেটারকে নেতৃত্ব দিল সানরাইজার্স

Mayank Agarwal: আইপিএলের মিনি অকশনে মায়াঙ্কের জন্য় পুরোদমে ঝাঁপায় সানরাইজার্স হায়দরাবাদ। মনে করা হয়েছিল তাঁকে অধিনায়ক করা হবে। সে কারণেই মায়াঙ্ককে নিতে মরিয়া ছিল সানরাইজার্স।

IPL 2023: মায়াঙ্কে ভরসা নেই! বিদেশি ক্রিকেটারকে নেতৃত্ব দিল সানরাইজার্স
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 23, 2023 | 3:23 PM

হায়দরাবাদ: অধিনায়ক ঘোষণা করল সানরাইজার্স হায়দরাবাদ। এ বার রিটেন করা হয়নি কেন উইলিয়ামসনকে। ফলে অধিনায়ক খোঁজা একটা বড় মাথাব্য়াথা ছিল অরেঞ্জ আর্মিতে। মায়াঙ্ক আগরওয়ালকে এ বার রিটেন করেনি পঞ্জাব কিংসও।  গত আইপিএলে পঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন মায়াঙ্ক। ট্রেডিংয়ে শিখর ধাওয়ানের মতো অভিজ্ঞ ওপেনারকে নিয়েছে পঞ্জাব। আইপিএলের মিনি অকশনে মায়াঙ্কের জন্য় পুরোদমে ঝাঁপায় সানরাইজার্স হায়দরাবাদ। মনে করা হয়েছিল তাঁকে অধিনায়ক করা হবে। সে কারণেই মায়াঙ্ককে নিতে মরিয়া ছিল সানরাইজার্স। শেষ অবধি নিলামে ৮.২৫ কোটির বড় অঙ্কে মায়াঙ্ক আগরওয়ালকে নেয় সানরাইজার্স। আশ্চর্যজনক ভাবে তাঁকে অধিনায়ক করল না হায়দরাবাদ। অধিনায়ক করা হল বিদেশি ক্রিকেটারকেই। হায়দরাবাদের তরফে ঘোষণা করা হয়েছে, এডেন মার্করাম নেতৃত্ব দেবেন। বিস্তারিত TV9Bangla-য়।

সানরাইজার্স হায়দারাবাদ টুইটারে বেশ কিছু ছোট ভিডিয়োর মাধ্যমে অধিনায়ক হিসেবে এডেন মার্করামের নাম ঘোষণা করেছে। এডেন মার্করামেরও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী এসএ টি-টোয়েন্টি লিগে ইস্টার্ন কেপ টিমকে নেতৃত্ব দিয়েছেন মার্করাম। তাঁর নেতৃত্বে চ্য়াম্পিয়ন হয়েছে ইস্টার্ন কেপ। পাশাপাশি টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও হয়েছেন মার্করাম। আইপিএলের মিনি অকশনে প্রথম প্লেয়ার হিসেবে মার্করামকেই রিটেন করেছিল আইপিএল ফ্র্য়াঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। নিউজিল্য়ান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে গত মরসুমে প্লে-অফে জায়গা করে নিতে ব্য়র্থ অরেঞ্জ আর্মি। গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ব্য়ক্তিগত কারণে খেলতে পারেননি উইলিয়ামসন। তাঁকে রিটেন করা হয়নি। তখনই আভাস ছিল, নতুন অধিনায়ক খুঁজছে সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্সে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ক্ষীণ আশা ছিল ভুবনেশ্বর কুমার। অনেক ক্ষেত্রেই কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। তবে তাঁকে পূর্ণ দায়িত্ব দেওয়া হবে না এমনটা যেন নিশ্চিতই ছিল। নিলামে মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়ায় দৌড়ে এগিয়ে ছিলেন তিনিই। তবে মার্করাম ইস্টার্ন কেপকে চ্য়াম্পিয়ন করায় পাল্লা ভারী হয় তাঁর। অধিনায়কত্ব এবং ব্য়াটিং, দুই বিভাগেই সমান দায়িত্ব পালন করতে পারেন, মার্করাম সেটা এসএ টি-টোয়েন্টি লিগে দেখিয়ে দিয়েছেন। তবে এসএ টি-টোয়েন্টি লিগ এবং আইপিএলের চাপ এক নয়। এই টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের কাছে কঠিন পরীক্ষা, এ বিষয়ে সন্দেহ নেই।