Ajinkya Rahane: ধোনির বার্তাতেই সাফল্য, বিধ্বংসী ইনিংস প্রসঙ্গে অকপট রাহানে
CSK, IPL 2023: তাঁর ব্যাটিংয়ে সময় গ্যালারি থেকে চিৎকার ভেসে আসে না। তবে দলে থাকলে ব্যাটিংয়ে ভরসা দিতে রাহানের জুড়ি নেই। শনি রাতে আরও একবার তার প্রমাণ দিয়েছেন।
মুম্বই: টস হওয়ার ঠিক আগে জানতে পারেন চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর। হঠাৎই অসুস্থ মইন আলি, বেন স্টোকসের চোট। পড়ে পাওয়া সুযোগকে কাজে লাগানো অজিঙ্ক রাহানের পুরনো অভ্যাস (IPL 2023)। ২০১৩ সালে ঠিক এভাবেই টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছিল তাঁর। শিখর ধাওয়ানের চোট, গৌতম গম্ভীরের অসুস্থতায় লাল ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ চলে আসে। ঠিক তেমনই পরিস্থিতি এল ২০২৩ আইপিএলে যখন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) নামটা জাতীয় দলে ব্রাত্য। জাতীয় দলে ফেরার তাগিদকে সামনে রেখে কুড়ি বিশের ফরম্যাটে চমকে দিয়েছেন মুম্বইয়ের ব্যাটার। ওয়াংখেড়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাহানের ২৭ বলে ৬১ রানের ইনিংসে ভর করে ১১ বল বাকি থাকতেই জয়ধ্বজা উড়িয়ছে চেন্নাই। মূলত টেস্ট ব্যাটার নামে পরিচিত রাহানে সীমিত ওভারের ফরম্যাটে মোটামুটি ব্রাত্যের খাতায়। তাঁর ব্যাটিংয়ে সময় গ্যালারি থেকে চিৎকার ভেসে আসে না। তবে দলে থাকলে ব্যাটিংয়ে ভরসা দিতে রাহানের জুড়ি নেই। শনি রাতে আরও একবার তার প্রমাণ দিয়েছেন। বিস্তারিত TV9 Bangla-য়।
আইপিএলের নিলামে ৩৪ বছরের অজিঙ্ক রাহানেকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলি। শেষমেশ তাঁকে দলে নেই সিএসকে। কথায় বলে না, পুরনো চাল ভাতে বাড়ে। ‘ড্যাডিস আর্মি’-তে আরও এক বুড়ো ক্রিকেটার হয়ে থাকলেন না। সিএসকে-র হয়ে প্রথম দুটি ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছিলেন। তৃতীয় ম্যাচে পড়ে পাওয়া সুযোগ। এখনও পর্যন্ত ২০২৩ আইপিএলের দ্রুততম অর্ধশতরান এটি। কীসের অনুপ্রেরণায় টি-২০তে এমন ইনিংস খেললেন? রাহানে বলেছেন, “আইপিএল শুরু হওয়ার আগে ২ মার্চ চেন্নাইয়ে চলে এসেছিলাম। মাহি ভাইয়ের তরফে স্পষ্ট বার্তা ছিল, নিজের ক্ষমতা অনুযায়ী খেলো। অন্য কারও মতো হতে যেও না। নিজের খেলাটা বোঝা প্রয়োজন। এতে সুযোগ এলেই তার ব্যবহার করতে পারো।” ধোনির কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন রাহানে। ম্যাচের পর বললেন, “আমি অন্য কারও মতো হতে চাই না। অজিঙ্ক রাহানের মতো হতে চাই। আমার খেলা, আমার শক্তি, টাইমিংকে কাজে লাগিয়েছি। অন্য কারও মতো হতে চাইনি। আমি শুধুমাত্র অজিঙ্ক রাহানে হয়ে থাকতে পারি। রাহানের মতো খেলতে পারি। আমি এতেই ভালো আছি।”
রাহানের প্রশংসায় পঞ্চমুখ সুরেশ রায়নাও। সিএসকে-র হয়ে দীর্ঘবছর আইপিএল খেলা রায়না বলেন, “এটাই হল হলুদ জার্সির শক্তি। রাহানে এবং ঋতুরাজ মুম্বই এবং মহারাষ্ট্রের ক্রিকেটার। ওদের এখানকার উইকেট চেনা। সুযোগ খুব ভালোভাবে কাজে লাগিয়েছে ওরা।”