কলকাতা: প্রয়োজনের সময় অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। কয়েকটা রানের জন্য সেঞ্চুরি সম্পূর্ণ করতে পারেননি ঠিকই, তবে অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ৮৯ রান ওভালে ভারতীয়দের কাছে শতরানের চেয়ে কোনও অংশে কম নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতকে পাল্টা লড়াই করার জন্য জমি খুঁজে দিলেন রাহানে। শার্দূল ঠাকুরের সঙ্গে ১০৯ রানে পার্টনারশিপে যেমন ফলোঅনের লজ্জা থেকে দেশকে বাঁচিয়েছেন তেমনই কামব্যকের পথ খুঁজে নেওয়ার রাস্তাও দেখিয়ে দিলেন (WTC Final 2023)। তার জন্য কম সইতে হল না। ডান হাতের আঙুল ক্ষতবিক্ষত হল। পাঁজরে এসে লাগল বল। তারপরও যন্ত্রণা চেপে ব্যাট করে গিয়েছেন। দিনের শেষে চোট নিয়ে নিজেই আপডেট দিলেন জিঙ্কস। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে কোনও ভারতীয় ব্যাটারের অন্যতম সেরা ইনিংসে সামান্য হলেও বাধা সৃষ্টি করেছিল যে চোট। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
জিঙ্ক রাহানে বরাবর বিদেশে ভারতের ভরসা। ওভালের তৃতীয় দিন এই রাহানের নামেই লেখা হয়ে থাকল। তৃতীয় দিনের শুরুতেই ফেরেন কেএস ভরত। এরপর শার্দূল ঠাকুরকে সঙ্গে নিয়ে চোয়ালচাপা লড়াই রাহানের। দ্বিতীয় দিনেই সাজঘরে ফিরেছিলেন ৫ ব্যাটার। তৃতীয় দিন কত তাড়াতাড়ি রোহিতরা গুটিয়ে যাবেন? লাঞ্চ পার হবে তো? ভারত-অস্ট্রেলিয়ার আশা-আশঙ্কার মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালেন অজিঙ্ক রাহানে। মধ্যাহ্নভোজ বিরতিতে শার্দূলের সঙ্গে ষষ্ঠ উইকেটে একশো রানের পার্টনারশিপ। প্রমাদ গুণেছে অজি শিবির। সেঞ্চুরি হাতছাড়া হল অল্পের জন্য। শেষমেশ ৮৯ রানে থামেন। ৫১২ দিন পর জাতীয় দলে ফিরে টেস্ট ফরম্যাটে ৫০০০ রানের গণ্ডি পার করলেন।
দিনের শেষে চোট পাওয়া নিয়ে সম্প্রচারকারী চ্যানেলকে রাহানে বলেন, “এটা অবশ্যই যন্ত্রণার। তবে বেশি সমস্যা হয়নি। আমার ব্যাটিংয়ে খুব একটা সমস্যা করেছে বলে মনে হয় না। যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি। আজকের দিনটা ভালো ছিল। আমরা ভেবেছিলাম ৩২০-৩৩০ রান পর্যন্ত তুলতে পারব। সেটা না হলেও সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে।” তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন ভারতীয় বোলাররা। দলের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি রাহানে বলেন, “বোলিংয়ের দিক দেখলে থেকে আমরা ভালোই বল করেছি।”
রাহানের বিশ্বাস
লক্ষ্য ৩৫০ বা ৪০০-এর বেশি হলে ভারতীয় ব্যাটারদের জন্য কাজটা ভীষণ কঠিন হবে। তবে রাহানে আশাবাদী। সেশন ধরে ধরে ম্যাচটিকে দেখতে চান। বলেছেন, “অস্ট্রেলিয়া ম্যাচে সামান্য এগিয়ে। আগামীকাল প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। জাডেজা সত্যিই ভালো বোলিং করেছেন। বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে ফুটমার্ক তাঁকে সাহায্য করেছে। তারপরও মনে হয় এই উইকেট সিমারদের সাহায্য করবে।”