IND vs WI: ‘ওর জন্য আমি খুবই খুশি’, যশস্বীকে নিয়ে রাহানের গলায় আশার সুর

Yashasvi Jaiswal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এ বার যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণ ক্রিকেটারদের টেস্ট ডেবিউ হতে পারে। সিরিজ শুরুর আগে যশস্বীকে নিয়ে ভারতের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) গলায় আশার সুর শোনা গিয়েছে।

IND vs WI: ওর জন্য আমি খুবই খুশি, যশস্বীকে নিয়ে রাহানের গলায় আশার সুর
IND vs WI: 'ওর জন্য আমি খুবই খুশি', যশস্বীকে নিয়ে রাহানের গলায় আশার সুর Image Credit source: ICC

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 11, 2023 | 12:48 PM

ডমিনিকা: অপেক্ষার আর একটা দিন। আগামী কাল, বুধবার থেকে ভারতের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্ত শুরু করবে রোহিত শর্মার ভারত। ডমিনিকায় হবে প্রথম টেস্ট ম্যাচ। এ বারের ক্যারিবিয়ান সফরে (India Tour of West Indies) এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এ বার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণ ক্রিকেটারদের টেস্ট ডেবিউ হতে পারে। সিরিজ শুরুর আগে যশস্বীকে নিয়ে ভারতের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) গলায় আশার সুর শোনা গিয়েছে। ক্যারিবিয়ান সিরিজ শুরুর আগে কী কী বললেন জিঙ্কস? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

যশস্বী জয়সওয়ালকে নিয়ে আশাবাদী অজিঙ্ক রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে যশস্বীকে নিয়ে রাহানে বলেন, ‘ওর জন্য আমি খুবই খুশি। দারুণ প্রতিভা। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খুবই ভালো পারফর্ম করেছে ও। তেমনই আইপিএলেও নজর কেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওর লাল বলে ভালো পারফর্ম করা। গত বছর দলীপ ট্রফিতে দারুণ পারফর্ম করেছিল ও। ওর রেকর্ডগুলিও খুব ভালো। ওর প্রতি বার্তা থাকবে, আন্তর্জাতিক ক্রিকেটে চাপের বিষয়ে বেশি না ভেবে নিজের মতো খেলুক। যেটুকু সুযোগ আসবে, সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করুক।’

চেতেশ্বর পূজারার জায়গায় কে খেলবেন? একাধিক ক্রিকেট বিশেষজ্ঞর মতে, তিন নম্বরে নামতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। যদিও এই প্রশ্নের উত্তরে রাহানে বলেন, ‘পূজারার জায়গায় যে-ই খেলুক, তার কাছে দারুণ সুযোগ। তিন নম্বরে কে খেলবে এখনও জানি না। তবে যে-ই সুযোগ পাক, নিঃসন্দেহে তার কাছে দারুণ সুযোগ থাকছে কাজে লাগানোর। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। সামির পরিবর্তে যে-ই খেলুক, তার কাছেও দারুণ সুযোগ। মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আমাদের বোলিং লাইন আপ অনভিজ্ঞ নয়। স্কোয়াডে সিরাজ রয়েছে। ও-ই বোলিংকে নেতৃত্ব দেবে। জয়দেব উনাদকাটের প্রচুর অভিজ্ঞতা। আমি নিশ্চিত ওরা সুযোগ কাজে লাগাবে।’