Ajinkya Rahane: নেতৃত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে, নতুন দায়িত্বে শার্দূল ঠাকুর!

Indian Cricket News: রাহানের পরিবর্ত হিসেবে নানা বিকল্প নিয়ে আলোচনা। মুম্বইয়ের নেতৃত্বের দৌড়ে রয়েছেন শার্দূল ঠাকুর। দলীপ ট্রফিতে ওয়েস্ট জোনের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তবে মুম্বইয়ের নেতৃত্বের জন্য শ্রেয়স আইয়ারকেও ভাবা হচ্ছে।

Ajinkya Rahane: নেতৃত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে, নতুন দায়িত্বে শার্দূল ঠাকুর!
Image Credit source: PTI FILE

Aug 21, 2025 | 9:34 PM

রঞ্জি ট্রফিতে মুম্বইকে আর নেতৃত্ব দেবেন না অজিঙ্ক রাহানে। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ক্যাপ্টেন্সি ছাড়লেও খেলা চালিয়ে যাবেন। নতুন কাউকে নেতৃত্বের জন্য প্রস্তুতি করা প্রয়োজন, সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। ২০২৩-২৪ মরসুমে দীর্ঘ ৯ বছরের ব্য়বধানে রঞ্জি ট্রফি জিতেছিল মুম্বই। নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন জিঙ্কস।

গত মরসুম অবধিও রাহানে স্বপ্ন দেখেছেন টেস্ট ক্রিকেটে কামব্য়াকের। যদিও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও সুযোগ আর মেলেনি। সদ্য ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দুই সিনিয়র ক্রিকেটার। তাঁদের ছাড়াই ভারতের তরুণ দল ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করেছে। ৩৭ বছরের রাহানে যে আর কামব্যাকের স্বপ্ন দেখছেন না, অনুমান করাই যায়। তবে ক্রিকেটকে এখনও তাঁর অনেক কিছু দেওয়ার রয়েছে।

সোশ্য়াল মিডিয়া পোস্টে রাহানে লেখেন, ‘নেতৃত্ব দেওয়া এবং মুম্বইকে চ্যাম্পিয়ন করা গর্বের ব্যপার। ঘরোয়া মরসুম শুরু হতে চলেছে। আমার মতে, এটাই সঠিক সময় নতুন কাউকে নেতা হিসেবে প্রস্তুত করার। নেতৃত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে একই রকম দায়বদ্ধ থাকব।’ রাহানের পরিবর্ত হিসেবে নানা বিকল্প নিয়ে আলোচনা। মুম্বইয়ের নেতৃত্বের দৌড়ে রয়েছেন শার্দূল ঠাকুর। দলীপ ট্রফিতে ওয়েস্ট জোনের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তবে মুম্বইয়ের নেতৃত্বের জন্য শ্রেয়স আইয়ারকেও ভাবা হচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমে অজিঙ্ক রাহানেকে রিটেন করা হয়নি। মেগা অকশনে শেষ মুহূর্তে তাঁকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১৮তম সংস্করণে কেকেআরকে নেতৃত্ব দেন রাহানে। টিম হিসেবে সাফল্য় পায়নি কেকেআর। লিগ পর্বেই বিদায় নিয়েছিল। তবে কেকেআর জার্সিতে সেরা ব্যাটিং ক্যাপ্টেনেরই। লিগ পর্বে প্রায় চারশো রান করেন রাহানে। গত মাসেও রাহানে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে ফিরতে চান। তবে দেশের জার্সিতে ফেরাটা যে কার্যত অসম্ভব, বলাই যায়।