IND vs AUS, BGT 2023 : সিরিজ নির্ণায়ক ‘হাইভোল্টেজ’ ম্যাচ, নজরে পিচ থেকে একাদশ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 09, 2023 | 12:05 AM

Border-Gavaskar Trophy, Pitch : প্রথম তিন ম্য়াচের তুলনায় আমেদাবাদের পিচ কিছুটা হলেও আলাদা হবে বলে মনে করা হচ্ছে। ব্য়াটারদের জন্য় অন্তত প্রথম দিন কিছুটা হলেও সুবিধা থাকবে। ইন্দোর পিচকে আইসিসি খুবই খারাপ রেটিং দিয়েছে। সে কারণেও চাপ বেড়েছে। পিচ যেমনই হোক, দু-দলের কাছেই চ্য়ালেঞ্জের ম্য়াচ।

IND vs AUS, BGT 2023 : সিরিজ নির্ণায়ক হাইভোল্টেজ ম্যাচ, নজরে পিচ থেকে একাদশ
Image Credit source: PTI

Follow Us

আমেদাবাদ: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্য়াচ। লক্ষাধিক দর্শক। উপস্থিত থাকবেন ভারত-অস্ট্রেলিয়া দু-দেশের প্রধানমন্ত্রী। ভিভিআইপি-দের উপস্থিতিতে হাইভোল্টেজ ম্য়াচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের ফল নির্ণয়েও ভূমিকা নেবে এই ম্য়াচ। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টে নজর অনেক দিকে। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। ইন্দোর টেস্ট জিতলে টানা দ্বিতীয় বার ফাইনাল নিশ্চিত হত। অস্ট্রেলিয়া ইন্দোর টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে ভারত ফের ফাইনাল নিশ্চিত করতে পারে। এর জন্য় সহজ রাস্তা, আমেদাবাদ টেস্ট জয়। পিচ কেমন হবে, একাদশ কী হবে, নানা ধোঁয়াশা। ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রিভিউ বিস্তারিত TV9Bangla-য়।

আমেদাবাদে প্রথমত নজরে পিচ। প্রথম তিন টেস্টই হয়েছে স্পিন সহায়ক পিচে। ব্য়াটাররা রান তুলতে হিমসিম খেয়েছেন। সিরিজে একবারই মাত্র স্কোর ৪০০-র গণ্ডি পেরিয়েছে। নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪০০ পেরিয়েছিল। অজি দল তিন ম্য়াচেই কোনও রকমে ২০০ পেরোতে পেরিয়েছে। প্রথম দু ম্য়াচ জিতে ভারত ২-০ এগিয়ে ছিল। ইন্দোরে তৃতীয় ম্যাচ জিতে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজ আপাতত ২-১। একদিকে, আমেদাবাদ টেস্ট জিতে সিরিজ জয়ে নজর থাকবে ভারতের। তবে সবচেয়ে বড় লক্ষ্য নিঃসন্দেহে টানা দ্বিতীয় বার টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা। এই ম্য়াচে ড্র বা হারলে জটিল অঙ্কের সামনে পড়তে হবে ভারতকে। অন্য দিকে, ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথের লক্ষ্য় আমেদাবাদে জিতে সিরিজ অন্তত ড্র করা।

প্রথম তিন ম্য়াচের তুলনায় আমেদাবাদের পিচ কিছুটা হলেও আলাদা হবে বলে মনে করা হচ্ছে। ব্য়াটারদের জন্য় অন্তত প্রথম দিন কিছুটা হলেও সুবিধা থাকবে। ইন্দোর পিচকে আইসিসি খুবই খারাপ রেটিং দিয়েছে। সে কারণেও চাপ বেড়েছে। পিচ যেমনই হোক, দু-দলের কাছেই চ্য়ালেঞ্জের ম্য়াচ। অস্ট্রেলিয়ার কম্বিনেশন কিংবা একাদশে বদলের পরিবর্তনের সম্ভাবনী ক্ষীণ। তবে ভারতীয় শিবিরে কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা রয়েছে। মহম্মদ সিরাজের জায়গায় একাদশে ঢুকতে পারেন অভিজ্ঞ মহম্মদ সামি। তেমনই মনে করা হচ্ছে, মিডল অর্ডার শক্তিশালী করতে কিপার ব্য়াটসম্য়ান হিসেবে শ্রীকার ভরতের জায়গায় অভিষেক হতে পারে ঈশান কিষাণের। সবটাই নির্ভর করছে, পিচের উপর।

Next Article