IPL 2022: আইপিএলের নিলামে সিঙ্গাপুরের ‘ডেভিডের’ কাছে হার ‘গোলিয়াথ’দের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 26, 2022 | 8:00 AM

আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়া-জাত সিঙ্গাপুরের জাতীয় দলেই এই ক্রিকেটারকে। শুনলে অবাক হবেন মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ইতিহাসে টিম ডেভিড সব চেয়ে বেশি দামি বিদেশি খেলোয়াড়।

IPL 2022: আইপিএলের নিলামে সিঙ্গাপুরের ডেভিডের কাছে হার গোলিয়াথদের
IPL 2022: আইপিএলের নিলামে সিঙ্গাপুরের 'ডেভিডের' কাছে হার 'গোলিয়াথ'দের
Image Credit source: MI Twitter

Follow Us

আইপিএলের মেগা নিলামে (IPL 2022 Auction) তাঁর বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা। নিলাম শুরুর আগে নিশ্চিত ভাবেই সাধারণ ক্রিকেটপ্রেমীরা টিমোথি হেস ডেভিডকে (Tim David) সেভাবে চিনতই না। কিন্তু নিলাম শেষে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় যখন তাঁকে ‘সোল্ড’ ঘোষণা করা হল, ততক্ষণে তাঁকে মোটামুটি চিনে গিয়েছে ক্রিকেটের খোঁজ খবর রাখা মানুষরা।

আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়া-জাত সিঙ্গাপুরের জাতীয় দলেই এই ক্রিকেটারকে। শুনলে অবাক হবেন মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ইতিহাসে টিম ডেভিড সব চেয়ে বেশি দামি বিদেশি খেলোয়াড়। ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চার, যিনি বল হাতে তো বটেই ব্যাট হাতেও বিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেন, তাঁর দামও এই ডেভিডের থেকে ২৫ লক্ষ টাকা কম।

কিন্তু কে এই ডেভিড? তাঁকে এত টাকা দিয়ে কেন কিনল মুম্বই ইন্ডিয়ান্স? যদি কেউ তাঁর টি-২০ পরিসংখ্যানের দিকে চোখ বোলায় তাহলেই তাঁর কাছে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। এখনও পর্যন্ত ৮৮টি ম্যাচে ৩৪ গড়ে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ২ হাজারের কাছাকাছি রান করে ফেলেছেন। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর স্ট্রাইকরেট সেরার দিক থেকে পঞ্চম স্থান অধিকার করেছে।

টিমোথি হেস ডেভিড জন্মসূত্রে সিঙ্গাপুরের মানুষ হলেও তাঁর বাবা রড্রিক ডেভিড কিন্তু জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। পেশাগত কারণে তিনি একসময় সিঙ্গাপুরে আসেন। সেখানেই জন্ম টিমোথির। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে খেলেছিলেন রড্রিক। পরবর্তীতে তিনি পরিবার নিয়ে অস্ট্রেলিয়া ফিরে আসেন, ফলে টিমের ক্রিকেট কেরিয়ারের জন্য তা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। টিম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলেও খেলেছেন তিনি।

বিগ ব্যাশ লিগে সব মিলিয়ে ৪১ ম্যাচ খেলেছেন টিম ডেভিড। ১৫০-এর বেশি গড়ে ৬০৬ রান করেছেন তিনি। ২০২১ সালের পাকিস্তান সুপার লিগে তিনি লাহোর কালান্দারের হয়ে ডেবিউ করেন। সেই মরশুমে তিনি ৬ ম্যাচে ১৬৬-র বেশি স্ট্রাইকরেটে ১৮০ রান করেন। তারপরই গত আইপিএলের দ্বিতীয় পর্বে তাঁকে দলে নেয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও আইপিএলে তাঁর অভিষেকটা খুব একটা সুখকর হয়নি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি মাত্র ৩ বল খেলে ১ রান করেন। কিন্তু তাঁর ব্যাটের যাদু দেখা যায় ২০২২-এর পাকিস্তান সুপার লিগে। মুলতান সুলতানসের হয়ে তিনি ১১ ম্যাচে ১৯৪.৪ স্ট্রাইকরেটে ২৭৮ রান করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা ফখর জামানকে টপকে তিনি সর্বোচ্চ ৬ মারার রেকর্ডও করেন। ফলে আইপিএলের নিলামে দর বাড়তে থাকে তাঁর। তাঁর এই অতিমানবীয় পারফরম্যান্সের জোরেই তিনি জায়গা করে নেন আইপিএলের সবচেয়ে সফল দল, মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২১ ক্যারিবিয়ান সুপার লিগেও তাঁর ব্যাটের জাদু বজায় ছিল। সেখানে ১২ ম্যাচে ১৪৬ স্ট্রাইকরেটে তিনি ২৮২ রান করেন সিঙ্গাপুরের ‘ডেভিড’।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ বা ক্যারিবিয়ান সুপারলিগে এর আগে খেললেও আইপিএলে এই প্রথম নামতে চলেছেন ডেভিড। অন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলির তুলনায় আইপিএলের মঞ্চ কিছুটা হলেও বড়, উন্মাদনাও অনেক বেশি। নিলামে আগেই ‘গোলিয়াথ’দের হারিয়েছেন ‘ডেভিড’। এবার ব্যাট হাতে আইপিএলের মঞ্চে ‘ডেভিড’ কি আবারও হারাতে পারবেন ‘গোলিয়াথ’দের, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের কোন দলের জার্সি রাখবেন আপনার কালেকশনে, দেখুন ছবিতে

Next Article
Women’s IPL: আগামী বছর থেকে মেয়েদের আইপিএল শুরু করতে চায় বোর্ড
IPL 2022: শ্রেয়সের হাত ধরে শুভ সূচনার স্বপ্ন কলকাতার