India Tour of South Africa: বুমরাদের কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে প্রোটিয়াদের: অ্যালান ডোনাল্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 23, 2021 | 7:10 PM

৭২ টেস্টে ৩৩০ টেস্ট উইকেট মালিক ডোনাল্ড কিন্তু ভারতীয় টিমকে আরও একটা কারণে গুরুত্ব দিচ্ছে। বিদেশের মাটিতে বিরাট কোহলিদের সাম্প্রতিক সাফল্য।

India Tour of South Africa: বুমরাদের কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে প্রোটিয়াদের: অ্যালান ডোনাল্ড
India Tour of South Africa: বুমরাদের কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে প্রোটিয়াদের: অ্যালান ডোনাল্ড

Follow Us

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে কখনও টেস্ট সিরিজ না জেতা ভারত কি এ বার ইতিহাস তৈরি করতে পারে? মাখায়া এনতিনির মতো প্রাক্তন পেসার কিন্তু তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। অ্যালান ডোনাল্ডের (Allan Donald) মতো কিংবদন্তি পেসার কিন্তু উল্টো যুক্তি দিচ্ছেন। তাঁর বরং ব্যাখ্যা, ভারতীয় টিমের দুরন্ত বোলিংয়ের সামনে কড়া পরীক্ষার সামনে পড়তে হবে জশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)।

২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে দুই দেশের সিরিজ। প্রাক্তন পেসার এনতিনি তার আগে বলে দিচ্ছেন, ‘এ বার ভারতের বোলিং অ্যাটাক দারুণ। কিন্তু এটাও মাথায় রাখতে হবে ডিন এলেগারের ছেলেরা কিন্তু ঘরের মাঠের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। এটাই কিন্তু এই সিরিজের চাবিকাঠি। আমরা ঘরের মাঠে খেলব। আর সেই কারণেই একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমাদের পেসাররা কিন্তু উইকেটটা খুব ভালো চেনে। এটা বাড়তি অ্যাডভান্টেজ তো দেবেই।’

ডোনাল্ডের আবার মনে হচ্ছে, যে টিম ভালো ব্যাটিং করবে, তারাই জিতবে সিরিজ। কারণ এই সিরিজে মূলত লড়াই হবে পেসারদের। চাপ কাটিয়ে যে টিমের ব্যাটিং লাইনআপ সেরাটা দিতে পারবে, তারাই সাফল্যের মুখ দেখবে। ডোনাল্ডের কথায়, ‘দুটো টিমই খুব ভালো। দুটো টিমেরই বোলিং লাইনআপ চমত্‍কার। তার মানেই হল, দুটো টিমের ব্যাটারদেরই একে অপরের বোলিং ইউনিটের বিরুদ্ধে পরীক্ষা দিতে হবে। সেটাতে যারা পাস করবে, তারাই সাফল্য পাবে।’

একই সঙ্গে ডোনাল্ড মেনে নিচ্ছেন, ‘আমরা গত কয়েক বছর ধরে সেরা কিছুটা ব্যাটারকে হারিয়েছি। আর তাই সত্যিটা মেনে নিতে হবে যে, আমাদের এই টিমের ব্যাটিং লাইনআপ তুলনায় তরুণ। ভারতের দুরন্ত বোলিং আক্রমণের মুখে কিন্তু তাদের পড়তে হবে। আমার তো মনে হয়, সিরিজের ফয়সালা নির্ভর করবে কোন টিম ভালো ব্যাটিং করছে, তার উপর। মাথায় রাখতে হবে, গত মরসুমে কিন্তু প্রোটিয়ার ব্যাটাররা খুব বেশি রান করেনি। ভারতীয় বোলারদের বিরুদ্ধে চ্যালেঞ্জটা নিয়ে যদি আমরা স্কোরবোর্ডে রান তুলতে পারি, আমি নিশ্চিত, আমাদের টিমের বোলাররা ২০ উইকেট নেওয়া ক্ষমতা রাখে।’

৭২ টেস্টে ৩৩০ টেস্ট উইকেট মালিক ডোনাল্ড কিন্তু ভারতীয় টিমকে আরও একটা কারণে গুরুত্ব দিচ্ছে। বিদেশের মাটিতে বিরাট কোহলিদের সাম্প্রতিক সাফল্য। ডোনাল্ড বলছেন, ‘কয়েক বছর আগে ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি একটা কথা বলেছিল, বিদেশের মাটিতে যদি ভারত টেস্ট সিরিজ জিততে না পারে কখনওই একটা পর্যায়ে উঠতে পারবে না। ওরা অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। কোয়ালিটি ভারতীয় টিম এ বারের সফরে এসেছে।’

১০১ টেস্ট আবার ৩৯০ উইকেট পাওয়া এনতিনির মন্তব্য, ‘দুরন্ত ভারতীয় টিমের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার স্বাদ কিন্তু অন্যরকম হতে পারে। ডিন এলগার, তেম্বা বাভুমারা বড় রান করার ক্ষমতা রাখে। সেই সঙ্গে ডি’কক আছে। একটা দারুণ সিরিজ অপেক্ষা করে রয়েছে।’

Next Article