নয়াদিল্লি : দেখতে দেখতে মার্কিন মুলুকের নতুন টি-২০ লিগের দিন ঘনিয়ে আসছে। উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) আইপিএলের (IPL) তিনটি ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে। সেই ৩ দল হল – লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, টেক্সাস সুপার কিংস ও এমআই নিউ ইয়র্ক। এই তিনটি দলেই কিছু না কিছু মিল রয়েছে তাদের আইপিএলের দলের সঙ্গে। যদি টেক্সাস সুপার কিংসকেই (Texas Super Kings) ধরা হয়, তা হলে দেখা যাবে মেজর লিগ ক্রিকেটে যেন সিএসকের কিছু ক্রিকেটারের রিইউনিয়ন হবে। বর্তমানে চেন্নাই সুপার কিংসে খেলেন এবং অতীতে খেলেছেন এমন চার ক্রিকেটারকে এমএলসিতে দেখা যাবে টিএসকের হয়ে খেলতে। কারা তাঁরা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১. অম্বাতি রায়ডু – ভারতের প্রাক্তন তারকা ব্যাটার অম্বাতি রায়ডু এ বারের আইপিএলের ফাইনালের দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর ঘোষণা করেন। সেই রায়ডুকে এ বার খেলতে দেখা যাবে টেক্সাস সুপার কিংসে।
২. ডোয়েন ব্র্যাভো – ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো আইপিএলে সিএসকে দলের বোলিং কোচ হিসেবে এই মরসুমে কাজ করেছেন। কিন্তু এমলএলসিতে তিনি টিএসকে দলের হয়ে খেলবেন।
৩. ডেভন কনওয়ে – কিউয়ি তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। এ বারের আইপিএলেও তিনি চেন্নাইয়ের হয়ে খেলেছেন। এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই কিউয়ি তারকাকে এ বার দেখা যাবে মেজর লিগ ক্রিকেটে খেলতে।
৪. ফাফ ডু’প্লেসি – আইপিএলে সিএসকের হয়ে দীর্ঘদিন খেলেছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু’প্লেসি। এখন অবশ্য তিনি চেন্নাইয়ের প্রাক্তন। গত মরসুম থেকে ফাফ আরসিবির হয়ে খেলছেন। আইপিএলে আরসিবির হয়ে খেললেও, এমএলসিতে তিনি খেলতে চলেছে ফের সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিতে। ফলে এমএলসিতে টিএসকে দলে আবার দেখা যাবে ফাফ-কনওয়ে ওপেনিং জুটিকে।