Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ambati Rayudu: সুপার কিংসে খেলবেন না! হঠাৎই সিদ্ধান্ত বদল রায়ডুর

Ambati Rayudu withdraws: অবসর নেওয়া ক্রিকেটাররা বিদেশের কোনও লিগে খেলতে পারেন কীনা, এ নিয়ে বোর্ডের নানা মত। বোর্ডের ভাবনা রয়েছে, অবসর নেওয়া ক্রিকেটারদের কুলিং অফ থাকবে।

Ambati Rayudu: সুপার কিংসে খেলবেন না! হঠাৎই সিদ্ধান্ত বদল রায়ডুর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 6:20 PM

চেন্নাই সুপার কিংসের জার্সিতে আরও একটা আইপিএল জিতেছেন। আইপিএলের ১৬তম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য অম্বাতি রায়ডু। ফাইনালের দিনই ম্যাচের আগে ঘোষণা করেন, আইপিএলে তাঁর শেষ ম্যাচ খেলতে নামছেন। আইপিএল শেষ হওয়ার পরই অম্বাতি রায়ডু যোগ দেন মেজর লিগ ক্রিকেটে। এ বছরই শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। টেক্সাস সুপার কিংসে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। হঠাৎই সরে দাঁড়ালেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অবসর নেওয়া ক্রিকেটাররা বিদেশের কোনও লিগে খেলতে পারেন কীনা, এ নিয়ে বোর্ডের নানা মত। বোর্ডের ভাবনা রয়েছে, অবসর নেওয়া ক্রিকেটারদের কুলিং অফ থাকবে। সেটা কতদিনের তা অবশ্য চূড়ান্ত হয়নি। আপাতত ভাবনা রয়েছে, এক বছরের জন্য কুলিং অফের নিয়ম চালু হবে। অবসরের এক বছর থেকে বিদেশি লিগে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় হতে পারে। তার আগেই অবশ্য মেজর লিগ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন রায়ডু।

ক্রিকেটাররা যাতে বিদেশের লিগে খেলার জন্য তড়িঘড়ি অবসরের ভাবনা না করেন, সেটা আটকাতেই ভারতীয় বোর্ড এমন নিয়ম চালু করতে চলেছে। মেজর লিগ ক্রিকেটে সিএসকে ফ্র্যাঞ্চাইজিরই দল টেক্সাস সুপার কিংস। সিএসকে-র একাধিক প্লেয়ার মেজর লিগে এই টিমে খেলবেন। রায়ডুকে একটা বছর অপেক্ষা করতে হবে বিদেশি লিগে খেলার জন্য।