
অনয়া বাঙ্গার। যাঁরা ক্রিকেটের খোঁজ রাখেন, তাঁদের কাছে এই নামটা আর অচেনা নয়। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। অনয়া ছেলে থেকে মেয়ে হয়েছেন। কঠিন মানসিক এবং শারীরীক সমস্যার মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে।
ছেলে থেকে মেয়ে হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে সক্রিয় অনয়া। কারা তাঁর পাশে ছিলেন, সেই বন্ধুদের ট্যাগ, মেনশন করে অনেক পোস্টও করেছেন। আবার কখনও ক্রিকেট প্র্যাক্টিসের ভিডিয়ো পোস্ট করেছেন। সদ্য সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন পোস্ট কৌতুহল তৈরি করেছে।
অনয়া বাঙ্গার জানিয়েছেন, নিজের পরিচিত খুঁজে পাওয়ার খুব কাছে রয়েছি। কিন্তু সেই বিষয়টা কী? তা খোলসা করেননি। তবে ঘোষণা করেছেন, খুব তাড়াতাড়ি সারা বিশ্বকে সবটা জানাবেন অনয়া। অনয়া সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর ভক্তরা যেন প্রস্তুত থাকেন। কীসের জন্য? একটি তথ্যচিত্র প্রকাশ করতে চলেছেন অনয়া।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো সহ লিখেছেন, আর একটা ধাপ, নিজের পরিচিতির খুব কাছে। আর একটি পোস্টে জানিয়েছেন, খুব তাড়াতাড়িই এই তথ্যচিত্রটি প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেলে। ছেলে থেকে মেয়ে হওয়ার প্রক্রিয়াতে তাঁকে মানসিক এবং শারীরীক ভাবে কত কী সইতে হয়েছে, সে সবই ভাগ করে নিতে চান তথ্যচিত্রের মাধ্যমে, এমনটাই ইঙ্গিত।