
ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। একটা দীর্ঘ সময় ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও সামলেছেন। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন। তবে তাঁর চেয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনায় সঞ্জয় বাঙ্গারের সন্তান। ছেলে থেকে মেয়ে হয়েছেন ক্রিকেটার অনয়া বাঙ্গার। বয়সভিত্তিক স্তরে যশস্বী জয়সওয়ালদের সঙ্গেও ক্রিকেট খেলেছেন। পরবর্তীতে তাঁর জীবনে বড় পরিবর্তন আসে। একটা কঠিন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটা শুধু শারীরীকই নয়, মানসিকও। সেই অনয়া বাঙ্গার এ বার দিলেন গুড নিউজ।
কয়েক দিন আগেই অনয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, নিজের পরিচিতি পাওয়ার দিকে আর এক ধাপ বাকি রয়েছে। সঙ্গে এও জানিয়েছিলেন, অনেক কিছু তুলে ধরতে চান। ঘোষণা করেন, নিজের ইউটিউব চ্যানেলে একটি তথ্যচিত্রও প্রকাশ করবেন। এবারও সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট এবং সমর্থকদের জন্য গুড নিউজের কথা জানালেন অনয়া বাঙ্গার।
ইনস্টাগ্রামে অনয়া লিখেছেন, ‘অপারেশনের পর দ্রুত সুস্থ হয়ে উঠছি। যাঁরা আমাকে সমর্থন করে গিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আর যাঁরা আমাকে ঘৃণা করেন, তাঁদেরও ধন্যবাদ।’ তাঁর অপারেশনের বিষয়ে যাবতীয় কিছু নিয়েই তথ্যচিত্র আসছে বলে জানিয়েছিলেন ছেলে থেকে মেয়ে হওয়া ক্রিকেটার অনয়া বাঙ্গার।