ICC ODI World Cup 2023: টাইম আউট বিতর্কে সরব ম্যাথিউস, প্রকাশ্যে আনলেন ভিডিয়ো

Angelo Mathews: সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটে যায় এক বিরল ঘটনা। সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পর ক্রিজে আসেন ম্যাথিউস। সেখানে গিয়ে গার্ড নেওয়ার পরই দেখা যায় তাঁর হেলমেটে একটা সমস্যা হচ্ছে। সেটা ঠিক করতে কিছুটা সময় নেন তিনি। এরপর নতুন হেলমেট আনার জন্যও খানিকটা সময় খরচ করতে হয়। এরপর স্টান্স নিলে টাইমড আউটের আবেদন করেন সাকিব।

ICC ODI World Cup 2023: টাইম আউট বিতর্কে সরব ম্যাথিউস, প্রকাশ্যে আনলেন ভিডিয়ো
অ্য়াঞ্জেলো ম্য়াথিউস

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 07, 2023 | 1:59 PM

নয়াদিল্লি: সপ্তাহের শুরুতে রাজধানীতে চরম নাটক! টাইম আউটের সাহায্য নিয়ে লঙ্কান ব্যাটার অ্য়াঞ্জেলো ম্যাথিউসকে (Angelo Mathews) মাঠ ছাড়া করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এরপর থেকে উঠেছে বিতর্কের ঝড়। টাইম আউটকে অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর টাইমড আউট হয়ে, আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ম্যাথিউস। তবে আম্পায়েরর এই সিদ্ধান্ত মানতে নারাজ তিনি। এ বার  মতামতের স্বপক্ষে যুক্তি হিসেবে ভিডিয়ো প্রকাশ্য়ে আনলেন ম্যাথিউস। কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটে যায় এক বিরল ঘটনা। সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পর ক্রিজে আসেন ম্যাথিউস। সেখানে গিয়ে গার্ড নেওয়ার পরই দেখা যায় তাঁর হেলমেটে একটা সমস্যা হচ্ছে। সেটা ঠিক করতে কিছুটা সময় নেন তিনি। এরপর নতুন হেলমেট আনার জন্যও খানিকটা সময় খরচ করতে হয়। এরপর স্টান্স নিলে টাইমড আউটের আবেদন করেন সাকিব। ম্যাথিউস তখন তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, হেলমেটে সমস্যা থাকায় কিছুটা দেরি হচ্ছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল,সাকিব তাঁর কথায় খুব একটা কান দিচ্ছেন না। বেশ কিছু সময় ধরে চলে আলোচনা। শেষে আম্পায়ার মারাইস ইরাসমাস টাইমড আউটের ঘোষণা করেন। ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান ম্যাথিউস। রাগের চোটে মাঠেই হেলমেটটি ছুঁড়ে ফেলে দিয়ে আসেন। এরপর থেকেই উত্তপ্ত ক্রিকেটদুনিয়া। এই ঘটনার জন্য় টাইগার অধিনায়ক সাকিবের নিন্দে করছেন অনেকেই। এ বার নিজের স্বপক্ষে যুক্তি দিতে সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন ম্যাথিউস।


সামাজিক মাধ্যমে ভিডিয়োটি আপলোড করে ম্যাথিউস লিখছেন, “প্রমাণ দিলাম। ক্যাচ নেওয়া ও হেলমেটের স্ট্র্যাপ খুলে যাওয়ার মাঝের সময়ের ব্য়বধান।” ভিডিয়োয় উল্লেখিত সময় বলছে ৩ মিনিট পেরোয়নি। এরপরই আম্পায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে।