India Tour of South Africa: বিরাটদের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন নর্টজে
টেস্টের টিম ঘোষণার সময় ভাবা হয়েছিল, টেস্ট সিরিজ শুরুর আগে ফিট হয়ে যাবেন নর্টজে। সেই কারণেই তাঁকে টিমে রাখা হয়েছিল। কিন্তু তা সম্ভব নয় দেখে সিরিজ থেকে বাদ দেওয়া হল।
জোহানেসবার্গ: বিরাট কোহলিদের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা (South Africa)। চোটের কারণে ছিটকে গেলেন পেস বোলার অনরিখ নর্টজে (Anrich Nortje)। পুরো সিরিজেই খেলতে পারবেন না তিনি। ডান হাতি পেসারের পুরনো চোট এখনও সারেনি। ফিট হয়ে মাঠে ফিরতে আরও সময় লাগবে তাঁর। আর তাই ভারতের বিরুদ্ধে তিন টেস্টের হোম সিরিজ থেকে সরে গেলেন নর্টজে। তাঁর পরিবর্তে কাউকে টিমে নেওয়া হচ্ছে না।
ভারতের চলতি সফর ধরলে ৩০ বছরে পা দিতে চলেছে দুই দেশের টেস্ট সিরিজ সম্পর্ক। এই প্রথম প্রোটিয়াদের টিমের গভীরতা নিয়ে প্রশ্ন উঠছে। ছ’মাস আগে শেষ কোনও টেস্ট ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। লাল বলে দীর্ঘ দিন একসঙ্গে প্র্যাক্টিসও করেননি কাগিসো রাবাডা, তেম্বা বাভুমারা। ফলে, টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারতীয় টিম নিয়ে যথেষ্ট চিন্তাতে রয়েছে তাঁদের টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজ শুরুর আগেই জানা গিয়েছিল, স্ত্রী সন্তানসম্ভবা বলে পিতৃত্বকালীন ছুটি নেবেন কুইন্টন ডি’কক। ভারতের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজ খেলবেন না তিনি । সেই চাপের মধ্যেই আবার নর্টজের চোট পেয়ে ছিটকে যাওয়া।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নর্টজের চোট এখনও পুরোপুরি সারেনি। ব্যাপারটা খুব দুর্ভাগ্যের হলেও ওকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়া যাবে না। আপাতত চিকিত্সাধীন থাকতে হবে ওকে। যাতে দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে পারে।’
#Proteas Squad update ?
Anrich Nortje has been ruled out of the 3-match #BetwayTestSeries due to a persistent injury ?
No replacement will be brought in#SAvIND #FreedomSeries #BePartOfIt pic.twitter.com/5R8gnwdcpF
— Cricket South Africa (@OfficialCSA) December 21, 2021
টেস্টের টিম ঘোষণার সময় ভাবা হয়েছিল, টেস্ট সিরিজ শুরুর আগে ফিট হয়ে যাবেন নর্টজে। সেই কারণেই তাঁকে টিমে রাখা হয়েছিল। কিন্তু তা সম্ভব নয় দেখে সিরিজ থেকে বাদ দেওয়া হল। ভারতে বিরুদ্ধে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ দিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকা প্রোটিয়ারা নিজেদের মধ্যে প্র্যাক্টিস ম্যাচ খেলে প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: India Tour of South Africa: এ বার দেশের মাঠেই আন্ডারডগ দঃ আফ্রিকা