Jhulan Goswami-Anushka Sharma: ‘ঝুলন’ হয়ে উঠতে মরিয়া, ময়দানে ঘুঘনি-পাউরুটিতে মজে অনুষ্কা

Chakdaha Express: ময়দান মানেই কি শুধু অনুশীলন, ম্যাচ কিংবা খেলার পরিকল্পনা গড়া? একদমই নয়। ময়দান মানে আরও অনেক কিছু। ময়দানে প্রাণ আছে।

Jhulan Goswami-Anushka Sharma: 'ঝুলন' হয়ে উঠতে মরিয়া, ময়দানে ঘুঘনি-পাউরুটিতে মজে অনুষ্কা
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 4:16 AM

কলকাতা : ‘তেরা তো বিস্তর হ্যায় ময়দান…’ কিংবদন্তি মিলখা সিংয়ের বায়োপিকে গানের এই লাইন মন ছুঁয়ে যায়। ক্রীড়াবিদদের কাছে ময়দানই সব কিছু। তাঁকে গড়তে পারে, ভাঙতে পারে, আবার নতুন করে গড়তে পারে। শুধু ক্রীড়বিদরাই কেন, ক্রীড়াপ্রেমীদের কাছেও। কলকাতা ময়দানও (Kolkata Maidan) তেমনই। এখন তুলনামূলক কম। কিন্তু ময়দানে অনুশীলন কিংবা ম্যাচ চলছে, অথচ ব্যস্ততা নেই, এমনটা হতেই পারে না। জলকাদা ভেঙে ময়দানে ক্রীড়াবিদদের সঙ্গে একাত্ম হয়ে যান ক্রীড়া অনুরাগীরা। কিংবা শীতের সকালে শিশির ভেঁজা ময়দানে বিশুদ্ধ অক্সিজেনের খোঁজ। প্রেমে পড়া কতটা বারণ, জানা নেই। তবে ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিকের শুটিংয়ে এসে কলকাতা ময়দানের প্রেমে মজেছেন প্রধান চরিত্র অনুষ্কা শর্মা (Anushka Sharma)

কিংবদন্তি ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর চরিত্র পর্দায় কতটা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে পারবেন অনুষ্কা, তার জন্য অপেক্ষা ছাড়া বিকল্প নেই। তবে ঝুলন হয়ে উঠতে গেলে ময়দানকে ভালোবাসতে হবে, মিশে যেতে হবে, এ নিয়ে সন্দেহ নেই। নিয়মিত যাওয়া আসা মিলিয়ে পাঁচ ঘণ্টা ট্রেন জার্নি করে এই ময়দানেই পড়ে থাকতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে ঝুলনকে। জাতীয় দলে খেলার সময়ও অনেক সময়ই দেখা গিয়েছে ইডেনের প্রধান গেটের উল্টোদিকের ময়দানের নেটে অনুশীলন করে গিয়েছেন ঝুলন। তাঁর পরিশ্রমের হিসেব সাফল্য কিংবা কিংবদন্তি বিশেষণ দিয়েও মাপা যাবে না।

গত কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন বলিউড তারকা অনুষ্কা শর্মা। শুটিংয়ের জন্য কখনও ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলছেন। কখনও বা কিশোরী ঝুলনের চরিত্র ফুটিয়ে তুলতে আন্দুল রাজবাড়ির কাছের মাঠে নেমে পড়ছেন। ব্যস্ত সূচির মধ্যে চেষ্টা করছেন ময়দানকে উপলব্ধি করতে। ময়দানের প্রতিটা ঘাস জানে অনেক তারকার উত্থান। অনুষ্কা ক্রীড়াবিদ হয়ে উঠবেন না। কিন্তু ঝুলনের চরিত্র প্রায় নিখুঁত ভাবে তুলে ধরতে পারলেও, তার পরিশ্রম স্বার্থক হবে।

ANUSHKA

ময়দান মানেই কি শুধু অনুশীলন, ম্যাচ কিংবা খেলার পরিকল্পনা গড়া? একদমই নয়। ময়দান মানে আরও অনেক কিছু। ময়দানে প্রাণ আছে। প্রস্তুতি শেষে খেলোয়াড়দের দেখা যায় নানা ক্যান্টিনে। টিম টোস্ট, চা, চিকেন স্টু, ভেজ স্টু, ঘুঘনি, পাউরুটি আরও কত কী। প্রিয় দলের প্রস্তুতি দেখতে আসা সমর্থকরা। কিংবা বিকেলে হাঁটতে বেরোনো ময়দানি গল্পের নানা ব্যক্তিত্বরাও ভিড় জমান ক্য়ান্টিনে। একটা সুন্দর মুহূর্ত কাটান। ময়দান মানেই প্রেম। আর এই প্রেমে মজেছেন ‘পর্দার’ ঝুলন গোস্বামীও। ইন্সটাগ্রাম স্টোরিতে সেটাই পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। পাউরুটি-ঘুগনির ছবি সহ লিখেছেন, ‘ময়দানের ক্যান্টিনের ঘুগনি এবং পাউরুটি!’ সঙ্গে হ্যাশট্যাগ, ইটস কলকাতা।