Virat Kohli-Anushka Sharma: দীপাবলীর আগে বিরাটের সঙ্গে ভারতীয় টিম হোটেলে উঠলেন অনুষ্কা

ICC ODI World Cup 2023: রবিবার বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে বেঙ্গালুরুতে স্ত্রী অনুষ্কাকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। ভারতের টিম হোটেলে ক্রিকেট-বলিউড দম্পতি একসঙ্গেই রয়েছেন। দেশের মাঠে বিশ্বকাপ বলেই হয়তো পরিবারকে পাশে চেয়েছেন বিরাট।

Virat Kohli-Anushka Sharma: দীপাবলীর আগে বিরাটের সঙ্গে ভারতীয় টিম হোটেলে উঠলেন অনুষ্কা
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 10, 2023 | 12:05 PM

বেঙ্গালুরু: বিশ্বকাপে সবচেয়ে চর্চিল ক্রিকেটারের নাম বিরাট কোহলি। যেন একাই টেনে নিয়ে যাচ্ছেন পুরো বিশ্বকাপটাকে। দুরন্ত ফর্মে থাকা বিরাটকে দেখার জন্যই মাঠে ভিড় করছেন ক্রিকেট ভক্তরা। দেশি-বিদেশি নির্বিশেষে ভারতের মাটিতে বিশ্বকাপের সেরা আকর্ষণ হয়ে উঠেছেন তিনিই। বিরাটও নিরাশ করছেন না। দুটো সেঞ্চুরি সহ অবিশ্বাস্য ছন্দে রয়েছেন। ইডেনে নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন সেঞ্চুরি করে। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ। টানা আটটা ম্যাচ জিতেছেন কোহলিরা। শেষ ম্যাচটাও জিততে চাইছেন তাঁরা। এই বিরাট দীপাবলী কী ভাবে কাটাবেন? TV9Bangla Sportsএ বিস্তারিত।

রবিবার বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে বেঙ্গালুরুতে স্ত্রী অনুষ্কাকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। ভারতের টিম হোটেলে ক্রিকেট-বলিউড দম্পতি একসঙ্গেই রয়েছেন। দেশের মাঠে বিশ্বকাপ বলেই হয়তো পরিবারকে পাশে চেয়েছেন বিরাট। অবশ্য যে কোনও উৎসবে, অনুষ্ঠানে বিরাটের সব সময়ই দেখা যায় অনুষ্কাকে। বিরাটের জীবনে অনুষ্কার অবদান কখনও ভোলা যাবে না। অন্তত তিনি নিজে বরাবর তুলে ধরেছেন দু’জনের সমীকরণ। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়, যে তিনটে বছর সেঞ্চুরি পাননি, ভারতীয় টিমের নেতৃত্ব নিয়ে উঠেছে বারবার প্রশ্ন, সমালাচনায় বিদ্ধ হয়েছে, সে সময় অনুষ্কাই থেকেছেন তাঁর পাশে। বিরাট সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন, ‘অনুষ্কাই আমাকে শিখিয়েছে, খারাপ সময় কী ভাবে নিজের পাশে থাকতে হয়। ওই সময় সততা রাখাটা কতটা জরুরি। যে সেটা পারে, ঠিক খারাপ সময় থেকে বেরিয়ে আসে।’

পেশা যে নেশা হতে পারে, দায়ব্ধতা যে সাফল্য়ের ইমারতকে সর্বাঙ্গসুন্দর করতে পারে, বিরাটকে না দেখলে বোঝা যেত না। জন্মদিন আর পাঁচটা দিনের মতোই। কিংবা জন্মদিন বাইশ গজে সেলিব্রেট করা যায় অন্যভাবে, সেটাও শিখিয়েছেন বিরাট। যে কারণে বিরাটের প্রভাব ক্রিকেট ছাড়িয়ে ঢুকে পড়েছে জনমানসে। অনুপ্রেরণার নতুন নাম হয়ে গিয়েছেন বিরাট কোহলি। সেই তিনিই আলোর উৎসব দীপাবলী কাটাবেন স্ত্রীকে নিয়েই। ক্রিকেট থাকবে। থাকবে পরিবারও।