বাবা হলেন বিরাট

sushovan mukherjee |

Jan 11, 2021 | 5:01 PM

বিরাট টুইটারে লিখেছেন, ‘অনুষ্কা আর মেয়ে, দু’জনেই ভালো আছে। নতুন একটা জীবন শুরু করার জন্য আমরা মুখিয়ে আছি। আশা করি এই সময়টাতে আমাদের ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ দেওয়া হবে।'

বাবা হলেন বিরাট
বিরুষ্কার ঘরে কন্যাসন্তান। ছবি-বিরাট কোহলির টুইটার।

Follow Us

মুম্বইঃ সোমবার দুপুরে যখন সিডনিতে অবিশ্বাস্য টেস্ট ড্র করার সেলিব্রেশন সারছে রাহানে-পন্থরা, তখন মুম্বইয়ে এক অন্য তৃপ্তিতে ডুবে গিয়েছেন ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি। সোমবারই বাবা হলেন বিরাট কোহলি। তাঁ। অভিনেত্রী স্ত্রী অনুষ্কা জন্ম দিয়েছেন একটি শিশু কন্যার।

অনুষ্কা সন্তানসম্ভবা হওয়ার জন্যই অভিভাবকত্বের ছুটি নিয়েছিলেন বিরাট। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলে ফিরে আসেন দেশে। মেয়ের জন্মের পর বিরাট টুইটারে লিখেছেন, ‘সবাইকে একটা খবর জানানোর জন্য রীতিমতো রোমাঞ্চিত। আজ দুপুরে আমাদের শিশু কন্যার জন্ম হয়েছে। সবাইকে ধন্যবাদ তাদের ভালোবাসা আর প্রার্থনা জানানোর জন্য।’

অস্ট্রেলিয়া থেকে বিরাটের ফিরে আসা নিয়ে কম জলঘোলা হয়নি। বিশেষ করে সফরের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের ৩৬ রানে বিপর্যয়ের পর। বলা হয়েছিল, দেশ যখন বিপদে, তখন বিরাট বাড়ি না ফিরলেও পারতেন। অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেন রাহানের হাত ধরে মেলবোর্নে অবশ্য ভারতীয় টিম দারুণ ফিরে আসে। সিডনিতে এ দিন আবার টেস্ট ড্র করেছে। বিরাটের ভক্তরা বলছেন, ভারত যে দিন দারুণ ড্র পেল, সে দিনই মেয়ে হল তাঁর। ভারতীয় ক্রিকেটে এ আসলে জোড়া সুখবর।

আরও পড়ুন: পুত্র না কন্যা, কে আসতে চলেছে ‘বিরুষ্কা’র নতুন পৃথিবীতে? কী বলছে জ্যোতিষ গণনা

বিরাট টুইটারে লিখেছেন, ‘অনুষ্কা আর মেয়ে, দু’জনেই ভালো আছে। নতুন একটা জীবন শুরু করার জন্য আমরা মুখিয়ে আছি। আশা করি এই সময়টাতে আমাদের ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ দেওয়া হবে।’

Next Article