Arjun Tendulkar: পাত্রী সানিয়া, বাগদান সম্পন্ন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের!

Son Of Sachin Tendulkar: বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। অর্জুনও ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার। ম্যাচ খেলারও সুযোগ পেয়েছেন। এ বার ক্রিকেটের বাইরেও জীবনের দ্বিতীয় ইনিংস শুরু!

Arjun Tendulkar: পাত্রী সানিয়া, বাগদান সম্পন্ন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের!
Image Credit source: PTI FILE

Aug 13, 2025 | 11:20 PM

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরিবারে নতুন সদস্যের প্রবেশ! খবর তেমনই। সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের বাগদান পর্ব সম্পন্ন! শুধুমাত্র অনুমান নয়, সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি এমনটাই। পাত্রী সানিয়া চান্দোক। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের বাগদান ঘিরে উত্তাল। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। অর্জুনও ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার। ম্যাচ খেলারও সুযোগ পেয়েছেন। এ বার ক্রিকেটের বাইরেও জীবনের দ্বিতীয় ইনিংস শুরু!

তেন্ডুলকর পরিবারের তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা হয়নি। তেমনই সানিয়া চান্দোকের পরিবারের তরফেও। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর গাঁটছড়া বেঁধেছেন মুম্বইয়ের উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়ার সঙ্গে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। রিপোর্টে দাবি, অর্জুন এবং সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছে একটি ঘরোয়া অনুষ্ঠানে। খুব কাছের লোকজনই উপস্থিত ছিলেন এই বাগদান অনুষ্ঠানে। বন্ধু, আত্মীয় এবং দুই পরিবারের উপস্থিতিতে বাগদান হয়েছে।

অর্জুন তেন্ডুলকরের সঙ্গে সানিয়ার দীর্ঘ পরিচয় বলেই খবর। বোন সারার সঙ্গেও সানিয়ার পরিচয় খুব ভালো। ফলে এই খবর একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। অপেক্ষা শুধু সরকারি ভাবে দুই পরিবারের তরফে জানানোর! সোশ্যাল মিডিয়া অবশ্য তার অপেক্ষায় নেই। অর্জুন এবং সানিয়ার ছবি পোস্ট করে অনেকেই অবাক রিয়্যাকশন দিয়েছেন।

মুম্বইয়ের বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার বর্তমানে খেলেন গোয়ার হয়ে। প্রথম শ্রেনির ক্রিকেটে ১৭টি ম্যাচ খেলেছেন অর্জুন। ৩৭টি উইকেট নিয়েছেন। তেমনই ৫৩২ রান করেছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন ২৪টি ম্যাচ। লিস্ট এ ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স খুব খারাপ নয়।