Arjun Tendulkar : পেল্লাই ছক্কা হাঁকালেন জুনিয়র তেন্ডুলকর, মুম্বইয়ের পরাজয়ের দিনেও উজ্জ্বল অর্জুন

Mumbai Indians, IPL 2023 : শেষবার আইপিএলে ব্যাট হাতে সচিন তেন্ডুলকরকে দেখা গিয়েছিল ২০১৩ সালে। এক দশক পর কোটিপতি লিগের মঞ্চে ব্যাট হাতে দেখা গেল আরও এক তেন্ডুলকরকে।

Arjun Tendulkar : পেল্লাই ছক্কা হাঁকালেন জুনিয়র তেন্ডুলকর, মুম্বইয়ের পরাজয়ের দিনেও উজ্জ্বল অর্জুন
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 12:25 PM

কলকাতা: তোমার হল শুরু, আমার হল সারা। সদ্য ৫০তম জন্মদিন কাটিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সচিন যখন চুটিয়ে অবসর জীবন উপভোগ করছেন, তখন সবেমাত্র কেরিয়ার শুরু করছেন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। আইপিএলে নিজের প্রথম ম্যাচ থেকে শিরোনামে অর্জুন। প্রায় প্রতিটি ম্যাচেই উইকেট নিচ্ছেন। দলের জন্য অবদান রাখছেন। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫৫ রানে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নীল জার্সিধারীদের হারের দিনেও উজ্জ্বল অর্জুন। এই প্রথম বার আইপিএলে (IPL 2023) ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন সচিন-পুত্র। ব্যাট হাতে দলকে জেতানোর ক্ষমতা ছিল না। তবে হারের ব্যবধান কমাতে কিছুটা সাহায্য করলেন। একইসঙ্গে জুনিয়র তেন্ডুলকরের ব্যাটে দেখা গিয়েছে আইপিএলে তাঁর প্রথম ছয়। বিস্তারিত TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শেষ ওভারে বল করছিলেন গুজরাট টাইটান্সের বোলার মোহিত শর্মা। ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন অর্জুন তেন্ডুলকর। মোহিতের শর্ট বলে এক দারুণ পুল শট খেলে সোজা বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেন অর্জুন। আইপিএল কেরিয়ারে এটাই অর্জুনের প্রথম ছয়। যার দৈর্ঘ্য ছিল ৭৩ মিটার। মুম্বই হারলেও শেষ ওভারে অর্জুনের এই ছয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন প্রথম বার ব্যাট হাতে নামার সুযোগ পেলেন অর্জুন। হাতে ব্যাট নিয়েই লাইমলাইট কেড়ে নেন।  ৯ বলে ১৩ রান করে ফেরেন। এছাড়া বল হাতেও অনবদ্য ছিলেন। নিজের ২ ওভারের স্পেলে ৯ রান খরচ করে ঋদ্ধিমান সাহাকে ব্যক্তিগত ৪ রানে প্যাভিলিয়নে ফেরান।

মঙ্গলবার রাতের গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০৮ রান টার্গেট তাড়া করতে নেমে মুম্বইয়ের অর্ধেক টিম সাজঘরে ফিরে গিয়েছিল ৫৯ রানে। ৫৫ রানে এক তরফা ম্যাচ জিতে নিয়েছে গুজরাট টাইটান্স। এই প্রথম বার আমেদাবাদের মাঠে রান তাড়া করতে গিয়ে হারল কোনও টিম।