Bengal Cricket: বাংলার কোচের দায়িত্ব ছাড়লেন অরুণ লাল

ক্লান্তি থেকেই ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন অরুণ লাল

Bengal Cricket: বাংলার কোচের দায়িত্ব ছাড়লেন অরুণ লাল
Image Credit source: TWITTER

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 12, 2022 | 7:21 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

 

কলকাতা : বাংলার দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ অরুণ লাল (Arun Lal)। বাংলা ক্রিকেট সংস্থার (CAB) সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে এ বিষয়ে জানিয়েছেন অরুণ লাল। সিএবি-তে গিয়ে সামনা সামনি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া শহরে না থাকায় তাদের মেসেজেই এই খবর জানিয়েছেন। তবে কোনও সমালোচনার জেরে নয়, বরং ক্লান্তি থেকেই ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন অরুণ লাল। সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে বাংলা বেশ কয়েকবার সেমিফাইনাল, ফাইনালের দরজা থেকেই ফিরেছে। এবারও সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। সেমিফাইনালে একাদশ বাছাই নিয়েও প্রশ্ন উঠেছিল।

কোচের পদ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বলছেন, ‘অনেক দিন কোচিং করালাম। সিএবি সচিবকে বলে এসেছি, এবার আমাকে অব্যহতি দেওয়ার জন্য। তিনিও আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।’ অরুণ লালের মুখে বারবার ক্লান্তির কথা। এবং এটিই একমাত্র কারণ বলে ব্যাখ্য়া করছেন। বলছেন, ‘আমি ক্লান্ত। অনেকে হয়তো বুঝতে চায় না, কোচিংয়ের কাজটা খুবই কঠিন। বছরে হয়তো ৯ মাস, তবে ২৪ ঘণ্টাই কাজ করতে হয়। দলের ক্রিকেটারদের মতো কোচ হিসেবে আমিও চেয়েছি ভালো কিছু করতে। সারাক্ষণ মাথায় সেটাই থাকত। আবেগ দিয়ে পুরোপুরি জড়িয়ে পড়েছিলাম। ছেলেরা খুবই ভালো খেলেছে। এতকিছুর মধ্যে ক্লান্ত লাগছে।’

২০১৯-২০ মরসুমে ট্রফির খুব সামনে থেকে ফিরেছিল বাংলা। অরুণ লালের কোচিংয়েই। এবার কোয়ার্টার ফাইনালে বিশ্বরেকর্ড গড়ে বাংলা। কিন্তু সেমিফাইনালেই বিদায়। অরুণ লাল বলছেন, ‘সমালোচনার জন্য আমি ছাড়িনি। সবাই আমার প্রশংসা করবে এমনটা হতে পারে না। আমি শুধু ক্লান্তির জন্যই সরে দাঁড়াতে চেয়েছি। অনেকেই হয়তো শুধু সমালোচনাই করছেন। তবে বাংলা ধারাবাহিক ভাল খেলছে, সেটা কেউ বলছে না। হোয়াইট বল ক্রিকেটে বাংলা ভালো খেলেছে। লাল বলেও, টানা সেমিফাইনালে উঠেছি। এর আগের বারের রঞ্জিতে যারা চ্যাম্পিয়ন হয়েছিল, তারা এবার সেমিফাইনালেই উঠতে পারেনি।’

তাহলে কি কোনওভাবেই আর বাংলার দায়িত্বে থাকতে চান না অরুণ লাল? বললেন, ‘এই মুহূর্তে আমার জবাব না। ৯ মাস টানা কাজ করা কঠিন। তবে আমি বলেছি, যদি মনে হয় অনেক দেরী হয়ে গিয়েছে, একান্তই যোগ্য কাউকে পাওয়া যাচ্ছে না। আমি তখন অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব।’