Arun Lal: ছবিতে দেখুন অরুণ লালের গায়ে হলুদের মুহূর্ত

বাংলার কোচ অরুণ লাল ৬৬ বছর বয়সে দ্বিতীয় ইনিংস শুরু করছেন। ২মে আবার বিয়ে করছেন তিনি। পাত্রী বুলবুল সাহা। ৩৭ বছরের বুলবুল পেশায় শিক্ষিকা। অরুণ লালের প্রথম স্ত্রী গুরুতর অসুস্থ। প্রথম স্ত্রী-র সম্মতি নিয়েই ফের বিয়ে করছেন অরুণ লাল।

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 25, 2022 | 4:32 PM

1 / 4
বাংলার কোচ অরুণ লালের গায়ে হলুদ।

বাংলার কোচ অরুণ লালের গায়ে হলুদ।

2 / 4
২ মে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অরুণ লাল। পাত্রী ৩৭ বছরের বুলবুল সাহা।

২ মে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অরুণ লাল। পাত্রী ৩৭ বছরের বুলবুল সাহা।

3 / 4
বিয়ের এক সপ্তাহ আগেই গায়ে হলুদ। লন্ডন থেকে এসেছেন অরুণ লালের বোন।

বিয়ের এক সপ্তাহ আগেই গায়ে হলুদ। লন্ডন থেকে এসেছেন অরুণ লালের বোন।

4 / 4
শহরের এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিক ভাবে গাঁটছড়া বাঁধছেন দু'জনে।

শহরের এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিক ভাবে গাঁটছড়া বাঁধছেন দু'জনে।