Ranji Trophy: ১৬ তারিখ থেকে শুরু হতে পারে রঞ্জি, বাংলার ম্যাচ হয়তো কটকে

সূত্রের খবর, কলকাতায় প্লেট গ্রুপের ম্যাচগুলো হতে পারে। ৯ কিংবা ১০ তারিখ কটকে রওনা দিতে পারে বাংলা ক্রিকেট দল।

Ranji Trophy: ১৬ তারিখ থেকে শুরু হতে পারে রঞ্জি, বাংলার ম্যাচ হয়তো কটকে
রঞ্জি ট্রফি। ছবি: টুইটার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2022 | 10:08 PM

নয়াদিল্লি: ফেব্রুয়ারির ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। খবর বোর্ড সূত্রের। কোভিডের বাড়বাড়ন্তের জন্য বছরের শুরুতেই রঞ্জি স্থগিতের সিদ্ধান্ত নেয় বোর্ড। কোভিড গ্রাফ এখন নিম্নমুখী। তাই এই অবস্থায় ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি আয়োজনে কোমড় বেধে নামল বিসিসিআই (BCCI)। সূত্রের খবর, ১৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত হতে পারে লিগের ম্যাচগুলো। ৩৮ দলের এই টুর্নামেন্ট হতে পারে কলকাতা, আমেদাবাদ, তিরুবন্তপুরম, কটক, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ আর রাজকোটে। ৮টা গ্রুপে চারটে করে দল। বাকি ৬ দল প্লেট গ্রুপে। এই ভাবেই এবারের গ্রুপ বিন্যাস করার ভাবনা বোর্ডের।

সূত্রের খবর, বাংলার ম্যাচ হতে পারে কটকে। বাংলার গ্রুপে হয়তো বরোদা, হায়দরাবাদ আর চণ্ডীগড়। প্রত্যেক গ্রুপ থেকে প্রথম দুটো করে দল যাবে নক আউটে। নক আউট পর্যায়ের খেলা কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। তবে আইপিএলের পর জুন-জুলাইতেও হতে পারে নক আউটের খেলাগুলো। কিন্তু ৫ মার্চের পর হাতে অনেকটা সময় থাকছে আইপিএলের জন্য। তাই বোর্ডের একাংশ চাইছে ওই সময়ের মধ্যে নক আউটের কয়েকটা ম্যাচ করিয়ে নিতে।

সূত্রের খবর, কলকাতায় প্লেট গ্রুপের ম্যাচগুলো হতে পারে। ৯ কিংবা ১০ তারিখ কটকে রওনা দিতে পারে বাংলা ক্রিকেট দল। তার আগে নিজেদের মধ্যে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে নেবেন সুদীপ-অভিমন্যুরা। জানুয়ারির শুরুতে রঞ্জি ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা স্থগিত হয়ে যায়। করোনা সংক্রমিত হন বাংলার একাধিক ক্রিকেটার। অন্যান্য দলের ক্রিকেটাররাও কোভিড পজিটিভ হন। এরপরই রঞ্জি ট্রফি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।