আবু ধাবি: বিশ্বকাপের (T20 World Cup) মাঝেই অবসর আফগানিস্তানের (Afghanistan) ব্যাটার অসঘর আফগানের (Asghar Afghan)। সুপার টুয়েলভে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর নিলেন তিনি। আফগানিস্তানের আরও দুটো ম্যাচ থাকলেও তার আগেই ক্রিকেটকে বিদায় জানালেন আফগান।
আজ ম্যাচ শুরুর আগেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন আফগান। খেলা শুরুর আগে আফগানিস্তান দলের পক্ষ থেকে তাঁকে সম্মানও জানানো হয়। ব্যাটিং করতে নামার সময় গার্ড অফ অনার দেয় নামিবিয়ার ক্রিকেটাররা। মহম্মহ শাহজাদ ৪৫ রানে আউট হওয়ার পর ক্রিজে নামেন আফগান। প্রাক্তন অধিনায়ক আউট হন ৩১ রানে। ২৩ বল ৩১ রানের ইনিংসে সাজানো ১টা ছয় আর ৩টে চার। ট্রাম্পেলম্যানের বলে আউট হন আফগান।
Former skipper and national player @MAsgharAfghan played his last match today against Namibia, made important 31 runs and bade farewell to all formats of cricket with heavy heart. He received the guard of honor from his teammates.
?: @GettyImages pic.twitter.com/jZK5amNQT7— Afghanistan Cricket Board (@ACBofficials) October 31, 2021
What a career for Asghar Afghan!#T20WorldCup https://t.co/HNKGMe65dv
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
দেশের হয়ে ৬ টেস্ট, ১১৪ একদিনের ম্যাচ আর ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল আফগানের।
আরও পড়ুন: Peter Philpott: প্রয়াত অজি অলরাউন্ডার পিটার ফিলপট