T20 World Cup 2021: বিশ্বকাপের মাঝেই অবসর আফগানের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 31, 2021 | 6:11 PM

আজ ম্যাচ শুরুর আগেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন আফগান। খেলা শুরুর আগে আফগানিস্তান দলের পক্ষ থেকে তাঁকে সম্মানও জানানো হয়। ব্যাটিং করতে নামার সময় গার্ড অফ অনার দেয় নামিবিয়ার ক্রিকেটাররা। মহম্মহ শাহজাদ ৪৫ রানে আউট হওয়ার পর ক্রিজে নামেন আফগান। প্রাক্তন অধিনায়ক আউট হন ৩১ রানে। ২৩ বল ৩১ রানের ইনিংসে সাজানো ১টা ছয় আর ৩টে চার। ট্রাম্পেলম্যানের বলে আউট হন আফগান।

T20 World Cup 2021: বিশ্বকাপের মাঝেই অবসর আফগানের
অসঘর আফগান। ছবি: টুইটার

Follow Us

আবু ধাবি: বিশ্বকাপের (T20 World Cup) মাঝেই অবসর আফগানিস্তানের (Afghanistan) ব্যাটার অসঘর আফগানের (Asghar Afghan)। সুপার টুয়েলভে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর নিলেন তিনি। আফগানিস্তানের আরও দুটো ম্যাচ থাকলেও তার আগেই ক্রিকেটকে বিদায় জানালেন আফগান।

আজ ম্যাচ শুরুর আগেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন আফগান। খেলা শুরুর আগে আফগানিস্তান দলের পক্ষ থেকে তাঁকে সম্মানও জানানো হয়। ব্যাটিং করতে নামার সময় গার্ড অফ অনার দেয় নামিবিয়ার ক্রিকেটাররা। মহম্মহ শাহজাদ ৪৫ রানে আউট হওয়ার পর ক্রিজে নামেন আফগান। প্রাক্তন অধিনায়ক আউট হন ৩১ রানে। ২৩ বল ৩১ রানের ইনিংসে সাজানো ১টা ছয় আর ৩টে চার। ট্রাম্পেলম্যানের বলে আউট হন আফগান।

 

 

দেশের হয়ে ৬ টেস্ট, ১১৪ একদিনের ম্যাচ আর ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল আফগানের।

 

আরও পড়ুন: Peter Philpott: প্রয়াত অজি অলরাউন্ডার পিটার ফিলপট

Next Article