Asia Cup 2022 Schedule: এশিয়া কাপের সূচি প্রকাশ, দ্বিতীয় দিনই মেগা ম্যাচ

বিশ্বকাপের মঞ্চে ১৩ বারের চেষ্টায় এটিই ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়। ১০ উইকেটে সেই হারের ক্ষত ভোলানোর সুযোগ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের কাছে।

Asia Cup 2022 Schedule: এশিয়া কাপের সূচি প্রকাশ, দ্বিতীয় দিনই মেগা ম্যাচ
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2022 | 6:07 PM

দুবাই : এশিয়া কাপের (Asia Cup 2022 Schedule) সূচি প্রকাশিত হল। টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৭ অগস্ট। ফাইনাল ১১ সেপ্টেম্বর। সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি ২০ বিশ্বকাপের আসর। সে কথা মাথায় রেখেই এশিয়া কাপও হবে টি ২০ ফরম্যাটেই। প্রতিযোগিতা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে সে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সঙ্কটের জেরেই স্থানান্তরিত হয়েছে প্রতিযোগিতা। আরব আমিরশাহিতে প্রতিযোগিতা হলেও আয়োজনের দায়িত্বে শ্রীলঙ্কায়। প্রতিযোগিতার প্রথম দিন মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। দ্বিতীয় দিন ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ম্যাচ। প্রতিযোগিতার ম্যাচগুলি হবে দুবাই এবং শারজাতে।

এশিয়া কপের ভেন্যু নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শেষ মুহূর্ত অবধি চাইছিল তাদের দেশেই এশিয়া কাপ আয়োজনের। বিকল্প ভেন্যু হিসেবে উঠে আসছিল বাংলাদেশের নামও। তবে এই সময় বাংলাদেশে বৃষ্টিতে ব্যঘাত ঘটতে পারে টুর্নামেন্টে। শেষ অবধি শ্রীলঙ্কা বোর্ড সিদ্ধান্ত নেয়, তারা আয়োজনের দায়িত্বে থাকলেও প্রতিযোগিতা হবে আরব আমিরশাহিতে। এদিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করা হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে। প্রতিযোগিতার মূল পর্বে প্রথম দিন ২৭ অগস্ট আয়োজক শ্রীলঙ্কা নামছে আফগানিস্তানের বিরুদ্ধে। ২৮ অগস্ট বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ।

গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের ক্ষত এখনও অক্ষত। বিশ্বকাপের আয়োজক ভারত হলেও কোভিডের কারণে আরব আমিরশাহিতে টুর্নামেন্ট হয়। ২৪ অক্টোবর সুপার ১২-এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ভারত মাত্র ১৫৭ রান করে। পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি ৩ উইকেট নেন। ভারতের হয়ে অধিনায়ক বিরাট কোহলি ৫৭ রান করেন। জবাবে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ১৩ বল বাকি থাকতেই দলকে জেতান। বিশ্বকাপের মঞ্চে ১৩ বারের চেষ্টায় এটিই ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়। ১০ উইকেটে সেই হারের ক্ষত ভোলানোর সুযোগ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের কাছে। ২৮ অগস্ট সেই দুবাইতেই এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত, পাকিস্তান।

এশিয়া কাপে গ্রুপ পর্বে (গ্রুপ এ) ভারতের সূচি

২৮ অগস্ট : ভারত বনাম পাকিস্তান, দুবাই

৩১ অগস্ট : ভারত বনাম যোগ্যতার্জনকারী দল, দুবাই

*ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টা থেকে