কলম্বো: দ্বিপাক্ষিক সিরিজে পরপর সাফল্য এলেও মাল্টি টিম ইভেন্টে ট্রফি খরা চলছিল ভারতের। আইসিসি টুর্নামেন্টে শেষ ট্রফি এসেছে ২০১৩ সালে। তেমনই মাল্টি টিম ইভেন্টে এর আগে ট্রফি ২০১৮ সালে এশিয়া কাপে। পাঁচ বছরের খরা কাটল। ফাইনালের নায়ক নিঃসন্দেহে মহম্মদ সিরাজ। টস হেরে বোলিং ভারতের। ইনিংসের চতুর্থ ওভারে সিরাজের চার উইকেট। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেই সিউউউউ সেলিব্রেশন। সিম-সুইংয়ে সুলতান হয়ে উঠলেন সিরাজ। মাত্র ১৬ বলেই এল ৬ উইকেট! সব মিলিয়ে টানা সাত ওভারের স্পেল শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ৭-১-২১-৬। কী বলছেন ভারতের এই তরুণ পেসার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সহজ কাজের পরই যেন জটিল পরিস্থিতি তৈরি হয়। যেমনটা সিরাজের ক্ষেত্রে হল। সিরাজকে যদি জিজ্ঞেস করা হয় কী ভাবে এত দ্রুত ৬ উইকেট নিলেন? এর চেয়ে বোধ হয় তাঁর কাছে বোলিং করাটাই সহজ! সেটাই করেছেন। ফাইনালে বোলিং পারফরম্যান্স নিয়ে মুখে সেই সরল হাসি নিয়ে সিরাজ বললেন, ‘ভাগ্যে যতটা থাকে, ততটা পাবই। আমার ভাগ্যে আজ এই প্রাপ্তি লেখা ছিল, পেয়েছি।’
সিরাজের কথায় যেন পুরনো একটা ম্যাচের আপশোস। ভারত সফরে ছিল শ্রীলঙ্কা। তিরুবনন্তপুরমে ৩৯১ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৭৩ রানেই অলআউট হয়ে যায়। সিরাজ নিয়েছিলেন ৪ উইকেট। ওয়ান ডে ক্রিকেটে ফাইফার নেওয়া যে কোনও বোলারেরই স্বপ্ন। সেই ম্যাচে স্বপ্ন পূরণ হয়। আর এ দিন শ্রীলঙ্কার বিরুদ্ধেই আধডজন উইকেট। সিরাজ যোগ করলেন, ‘তিরুবন্তপুরমে ভালো পারফর্ম করেছিলাম। দ্রুত চার উইকেটও তুলে নিই। কিন্তু পাঁচ উইকেট হয়নি সেই ম্যাচে। আজও আমি পঞ্চম উইকেট নেওয়ার জন্য বিশেষ কিছু করিনি। সাদা বলের ক্রিকেটে সুইং করানোর দিকেই নজর থাকে। আজ সুইং হচ্ছিল। আউট সুইংয়ে বেশি উইকেট পেয়েছি।’
শ্রীলঙ্কা ইনিংসে পতনের শুরু তৃতীয় বলেই। চতুর্থ ওভারে সিরাজের চার উইকেট। ফিরে এসেই দাসুন শানাকার উইকেট নিয়ে ফাইফার কমপ্লিট করেন সিরাজ। ভারতের ওপেনিং জুটি ৬.১ ওভারেই ম্যাচ ফিনিশ করে। সিরাজ শুধু ম্যাচ জেতালেন, তা নয়। সকলের মনও জয় করে নিলেন। ম্যাচের সেরার পুরস্কার জিতলেন। সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব শেষ হতেই বললেন, ‘ম্যাচের সেরার এই আর্থিক পুরস্কার মাঠকর্মীদের দিতে চাই। ওরাই আসল নায়ক। ওরা না থাকলে টুর্নামেন্টটাই হয়তো সম্পূর্ণ হত না।’