AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakib Al Hasan: লিটনরা ছিটকে গেলেও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক!

Asia Cup 2023, Bangladesh Cricket: বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত থাকে। মাঠের লড়াই মাঠে থাকলেও বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, এই ম্যাচকে আলাদা কোনও প্রতিদ্বন্দ্বিতা দেখছেন না।

Shakib Al Hasan: লিটনরা ছিটকে গেলেও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক!
Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 11:03 PM
Share

পাল্লেকেলে: তামিম ইকবাল, লিটন দাসের সঙ্গে তালিকায় যোগ হয়েছে এবাদত হোসেনের নাম। এশিয়া কাপে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে পাবে না বাংলাদেশ। তামিমকে নিয়ে বহু আগেই আলোচনা চলছে। বিশ্বকাপেও তামিম পাওয়া যাবেই, এই নিশ্চয়তা নেই। পেসার এবাদত প্রসঙ্গেও একই কথা প্রযোজ্য। অস্ত্রোপচার হলে না পাওয়ার সম্ভাবনাই বেশি। আপাতত এশিয়া কাপ নিয়েই ভাবছে বাংলাদেশ টিম। অভিযান শুরুর আগে সাংবাদিক সম্মেলনে চোট নিয়েই একাধিক প্রশ্নের সামনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিটকে গেলেও চিন্তিত নন সাকিব! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব বলেন, ‘ওদের মতো সিনিয়র ক্রিকেটারদের না থাকা বড় অভাব। লিটন গত চার পাঁচ বছর ধরে জাতীয় দলে ধারাবাহিক খেলছে। পারফরম্য়ান্সেও ভরসা দিয়েছে। অন্য ভাবে, এটা কিন্তু নতুনদের কাছে সুযোগও। আশাকরি ওদের পরিবর্তে যারা খেলবে, সুযোগ কাজে লাগাবে।’

বাংলাদেশ স্কোয়াডে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য তৌহিদ হৃদয়ের মতো ক্রিকেটার রয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে। কিছুদিন আগে লঙ্কা প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন বাংলাদেশের এই তরুণ ব্যাটার। তুলনামূলক বড় মঞ্চে স্নায়ুর চাপ কতটা সামলে রাখতে পারেন, সে দিকেই নজর থাকবে। সাকিব বলছেন, ‘তৌহিদ এ বছর দারুণ খেলছে। লঙ্কা প্রিমিয়ার লিগেও ভালো পারফর্ম করেছে। এশিয়া কাপে বাড়তি আত্মবিশ্বাসী থাকবে। আমি মনে করি, বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলবে তৌহিদ।’

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত থাকে। মাঠের লড়াই মাঠে থাকলেও বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, এই ম্যাচকে আলাদা কোনও প্রতিদ্বন্দ্বিতা দেখছেন না। বরং তাঁর ড্রেসিংরুম ঠান্ডা থাকবে, এটা সাকিবের কাছে গুরুত্বপূর্ণ।