ASIA CUP Award: এশিয়া কাপে নায়কদের বিশেষ পুরস্কার এসিসি-শ্রীলঙ্কা বোর্ডের

Asia Cup 2023, ACC-SLC: ভারত-পাকিস্তান একটি ম্যাচই সম্ভব হয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গিয়েছিল। ভারতের ইনিংস শেষেই বৃষ্টি নামে। মাঠকর্মীরা মরিয়া চেষ্টায় মাঠ প্রস্তুত করেছিলেন। পুরো টুর্নামেন্টেই তাড়া করেছে বৃষ্টি। সেটা পাল্লেকেলে হোক কিংবা কলম্বো। আর প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতির সঙ্গে দারুণ ভাবে মোকাবিলা করেছেন মাঠকর্মীরা। পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে বিরাট কোহলিও ধন্যবাদ জানিয়েছিলেন মাঠকর্মীদের।

ASIA CUP Award: এশিয়া কাপে নায়কদের বিশেষ পুরস্কার এসিসি-শ্রীলঙ্কা বোর্ডের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 9:45 PM

কলম্বো: এশিয়া কাপ শেষ হল ভারতের জয়ে। অষ্টম বার খেতাব জিতল ভারত। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচেই হেরেছে টিম ইন্ডিয়া। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে। সেই ম্যাচে অবশ্য একাদশে একঝাঁক পরিবর্তন করেছিল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে এক পেশে জয়। অষ্টম বার এশিয়া সেরা ভারত। ম্যাচের নায়কদের সকলেই দেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে বিরাট কোহলি, লোকেশ রাহুলের সেঞ্চুরি। ভারতের বিরুদ্ধে সুপার ফোরে শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার দুনিত ওয়াল্লাগের পাঁচ উইকেট। ফাইনালে মহম্মদ সিরাজের ভয়ঙ্কর স্পেল। পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাঠকর্মী এবং পিচ কিউরেটরদেরও। টুর্নামেন্টের নায়ক তারাও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের বিশেষ সম্মান জানাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের টুর্নামেন্টে ভারত-পাকিস্তান একটি ম্যাচই সম্ভব হয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গিয়েছিল। ভারতের ইনিংস শেষেই বৃষ্টি নামে। মাঠকর্মীরা মরিয়া চেষ্টায় মাঠ প্রস্তুত করেছিলেন। ম্যাচ পুনরায় শুরুর মুহূর্তে ফের বৃষ্টি নামে। দ্রুত মাঠ ঢাকেন তারা। পুরো টুর্নামেন্টেই তাড়া করেছে বৃষ্টি। সেটা পাল্লেকেলে হোক কিংবা কলম্বো। আর প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতির সঙ্গে দারুণ ভাবে মোকাবিলা করেছেন মাঠকর্মীরা। পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে বিরাট কোহলিও বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন মাঠকর্মীদের। ফাইনালে মহম্মদ সিরাজ ম্যাচের সেরার আর্থিক পুরস্কার দিলেন মাঠকর্মীদের।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল আর্থিক পুরস্কারের কথা। ম্যাচ শেষে শ্রীলঙ্কা বোর্ডের প্রধান কিউরেটরের হাতে ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনালও শুরু হয় দেরিতে। এর কারণ বৃষ্টিই। দেরিতে হলেও মাঠকর্মীদের প্রচেষ্টায় ম্যাচ শুরু করা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কলম্বোর মাঠকর্মীদের কুর্নিশ জানিয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটারই। সকলের কাছে এশিয়া কাপে ভিলেন যদি বৃষ্টি নয়, আসল নায়ক মাঠকর্মীরাই।