Bangladesh vs Afghanistan : মরণ-বাঁচন ম্যাচে প্রথমে ব্যাটিং বাংলাদেশের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 03, 2023 | 3:05 PM

Asia Cup 2023 : প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলেন সাকিব আল হাসানরা। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ দ্বিতীয় ম্যাচ।

Bangladesh vs Afghanistan : মরণ-বাঁচন ম্যাচে প্রথমে ব্যাটিং বাংলাদেশের

Follow Us

লাহোর : এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলেন সাকিব আল হাসানরা। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ দ্বিতীয় ম্যাচ (Bangladesh vs Afghanistan)। জিতলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের কাছে। হারলেই বিদায়। মরণ-বাঁচন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। স্কোরবোর্ডে বড় রান খাড়া করার লক্ষ্য বাংলাদেশের। ম্যাচটি রয়েছে পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর এশিয়া কাপে (Asia Cup 2023) আজ মাঠে মাঠে নামছে আফগানরা। রশিদ খানদের কাছেও ওডিআইতে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এদিন বাংলাদেশের হয়ে ওডিআই ডেবিউ হল শামিম হোসেন পাটওয়ারির। মোট তিনটি পরিবর্তন হয়েছে দলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হওয়া তামিম দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়লেন। একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদি হাসান। পরিবর্তে টাইগারদের একাদশে আফিফ হোসেন, শামিম হোসেন এবং হাসান মাহমুদ।

আফগানিস্তানও শক্তিশালী একাদশ ঘোষণা করেছে। রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জার্দানের ওপেনিং জুটি নিজেদের দিনে যে কোনও টিমের বোলিংকে গুঁড়িয়ে দিতে পারে। ছয় বছর পর আফগানিস্তানের জার্সিতে মাঠে নামলেন অলরাউন্ডার করিম জানাত। আফগানিস্তানের হয়ে ডেবিউ ওডিআই ম্যাচ খেলার পর ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ হয়নি করিমের। পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর করিমের ভাগ্য খুলেছে। ক্যাপ্টেন হসমতুল্লা শাহিদি বলেন, টস জিতলে তিনিও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। বোলিং বিভাগে রয়েছেন রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকিরা।

বাংলাদেশের একাদশ : মহম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ, নাজমূল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামিম হোসেন পাটওয়ারি, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জার্দান, রহমত শাহ, হসমতুল্লা শাহিদি (ক্যাপ্টেন), নাজিবুল্লা জার্দান, মহম্মদ নবি, করিম জানাত, গুলাবুদ্দিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি

Next Article