মুলতান: বিশাল ব্যবধানে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। ঘরের মাঠে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারাল তারা। পাকিস্তান অধিনায়ক বাবর আজম সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা অবশ্য এই ম্যাচ নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। কেন না, নেপাল এ বারই প্রথম এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলল ২০১৮ সালে ওডিআই স্বীকৃতি পাওয়া নেপাল। তাদের কাছে এই ম্যাচ অভিজ্ঞতা সঞ্চয়ের। বড় মঞ্চে ছাপ ফেলার সুযোগ। ওডিআই ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল পাকিস্তান। তারা নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে, এটাই যেন স্বাভাবিক। পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য জানিয়েছেন, এই জয় ভারতের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁদের! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মুলতানে ব্যাটিং সহায়ক পিচ। টস জিতে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। পরিস্থিতি কিছুটা সামাল দিতেই আউট মহম্মদ রিজওয়ান। আঘা সলমনও ক্রিজে টিকতে পারেননি। বাবর আজম একদিক আগলে রাখেন। তাঁর সঙ্গে অনবদ্য একটা জুটি গড়েন ইফতিকার আহমেদ। দু-জনের সেঞ্চুরিতে নেপালকে ৩৪৩ রানের বড় লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে নেপাল ইনিংস শেষ ১০৪ রানেই।
নেপালের বিরুদ্ধে ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে। নেপালের বিরুদ্ধে এই ম্যাচটা আমাদের কাছে দারুণ প্রস্তুতি ছিল। এই বড় জয় দলকে আত্মবিশ্বাজ জোগাবে। প্রতিটা ম্যাচে একশো শতাংশ দিতে চাই। ভারতের বিরুদ্ধেও সর্বস্ব দেব।’
বাবর আজমের ১৫১ রানের ইনিংসটা না হলে প্রবল চাপে পড়ত পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। নেপালের ২৩৮ রানের বড় জয়ে কি আত্মতুষ্টি ঘিরে ধরল বাবরদের? এই প্রশ্নও উঠছে।