Virat Kohli Carrying Drink: নাচতে নাচতে ড্রিংকস নিয়ে ঢুকছেন! বিরাটকে দেখে হাসির রোল

Asia Cup 2023, Virat Kohli Funny Moment: বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাট, বুমরারা ডাগআউটে। ড্রিংকস ব্রেকে কুলদীপ ও বিরাট কোহলি সতীর্থদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে ঢুকলেন। এই দৃশ্য নতুন নয়। অনেক ম্যাচেই বিরাট কোহলি ডাগ আউটে থাকলে ড্রিংকস নিয়ে যান সতীর্থদের জন্য। এ বারের নতুনত্ব কী! বিরাট কোহলিকে দেখা গেল ড্রিংকস নিয়ে নাচতে নাচতে মাঠে ঢুকছেন।

Virat Kohli Carrying Drink: নাচতে নাচতে ড্রিংকস নিয়ে ঢুকছেন! বিরাটকে দেখে হাসির রোল
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 15, 2023 | 6:24 PM

কলম্বো: এশিয়া কাপের সুপার কাপের শেষ ম্যাচে খেলছে ভারত। ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে। স্বাভাবিক ভাবেই বাংলাদেশের বিরুদ্ধে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় লক্ষ্য ছিল টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশের বিরুদ্ধে এ দিন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। না খেললেও ক্যামেরা যে তাঁকেই খুঁজবে, এ আর নতুন কী! বিরাটের নানা মুহূর্তই ক্যামেরাবন্দি হল। আর একটা মুহূর্তে উঠল হাসির রোল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাট, বুমরারা ডাগআউটে। ড্রিংকস ব্রেকে মহম্মদ সিরাজ ও বিরাট কোহলি সতীর্থদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে ঢুকলেন। এই দৃশ্য নতুন নয়। অনেক ম্যাচেই বিরাট কোহলি ডাগ আউটে থাকলে ড্রিংকস নিয়ে যান সতীর্থদের জন্য। এ বারের নতুনত্ব কী! বিরাট কোহলিকে দেখা গেল ড্রিংকস নিয়ে নাচতে নাচতে মাঠে ঢুকছেন। সঙ্গে সিরাজ। বিরাটকে জায়ান্ট স্ক্রিনে দেখাতেই সমর্থকরা যেমন আনন্দ পেলেন, তেমনই হাসির রোলও উঠল। সিরাজ এবং বাকি সতীর্থরাও হাসতে থাকেন।

বিরাট কোহলি কত ভালো ফিল্ডার এ কারও অজানা নয়। তাঁরও ক্যাচ মিস হয়। নেপালের বিরুদ্ধে একটি রেগুলেশন ক্যাচ ফসকেছিলেন বিরাট। একই ম্যাচে এক হাতে অনবদ্য একটা ক্যাচও নিয়েছিলেন। শুভমন গিলের সঙ্গে বিরাট সারাক্ষণ মজা করে থাকেন। মাঠে না থাকলেও শুভমনকে নিয়ে মজা করতে ছাড়লেন না বিরাট। অফ সাইডে একটা সহজ ফিল্ডিং মিস হয় শুভমনের। ডাগ আউটে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন বিরাট। ক্যামেরা সেই মুহূর্ত দেখাতে ছাড়েনি। এরপরই ক্যামেরা ধরে শুভমনকে। বিরাটের অভিব্যক্তি দেখে হাসার চেষ্টা করেন। ফিল্ডিং মিস হওয়ার আপশোস থেকেই যেন হাসতে পারছিলেন না।

ক্রিকেট মাঠে বিরাটের নাচও নতুন নয়। তিনি যেমন আগ্রাসনে প্রতিপক্ষকে চাপে রাখেন, তেমনই অনেক ম্যাচে মাঠে গান বাজলে নাচে তাল মেলান। এশিয়া কাপেও একটি নেপালী গানে নাচছিলেন বিরাট। যা মজার মুহূর্ত তৈরি করে।