নয়াদিল্লি: এশিয়া কাপের সূচি প্রকাশ হওয়ার পর চলছে ক্ষোভ প্রকাশের পালা। আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) সূচি নিয়ে এ বার অসন্তোষ প্রকাশ করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক। এ বারের এশিয়া কাপের আয়োজন পাকিস্তান। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। তাই পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা ইভেন্ট। টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হওয়ার কথা। যার ৪টি হবে পাকিস্তানের মাটিতে। আর বাকি ৯টি ম্যাচের ভেনু শ্রীলঙ্কা। ভারতের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। আর পাকিস্তান এশিয়া কাপ যাত্রা শুরু করবে মুলতানে। আবার দ্বিতীয় ম্যাচ খেলার জন্য পাড়ি দেবে শ্রীলঙ্কায়। এখানেই আপত্তি জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তান মুলতানে নেপালের বিরুদ্ধে খেলার পর, ২৭০০ কিমি সফর করে ক্যান্ডিতে যাবে। ভারত-পাক ম্যাচের জন্য। এরপর বাবর আজমরা সুপার ফোরে উঠলে ফের লাহোরে যাবেন ৬ সেপ্টেম্বরের ম্যাচের জন্য। তারপর সেই ম্যাচ হলে আবার পাক দল কলম্বোয় যাবে সুপার ফোরের বাকি ২ ম্যাচের জন্য। এশিয়া কাপের এই ক্রীড়াসূচি মোটেও পছন্দ হয়নি প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাটের। তাঁর মতে, এই ক্রীড়াসূচি অনুযায়ী বাবর আজমরা এশিয়া কাপের সময় পর্যাপ্ত বিশ্রাম পাবেন না।
এই নিয়ে সলমন বাট বলেন, ‘এটা একটি খুব অদ্ভুত ক্রীড়াসূচি। পাকিস্তানে বাবর আজমরা প্রথম ম্যাচ খেলবে। তার পর দ্বিতীয় ম্যাচ খেলতে পাক দল যাবে শ্রীলঙ্কায়। অন্যদিকে, শ্রীলঙ্কা প্রথম ম্যাচটি ঘরের মাঠে খেলবে। এবং দ্বিতীয় ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কান টিম পাকিস্তানে আসবে। তবে তার মধ্যে যদিও ৪-৫ দিনের ব্যবধান রয়েছে।’
পিসিবি কীভাবে এই সূচি মেনে নিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সলমন বাট। তিনি বলেন, ‘পাকিস্তান যারা মূলত এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ, তারা প্রথম দুই ম্যাচের মধ্যে মাত্র দু’দিনের ব্যবধান পেয়েছে। আমরা কখনওই আমাদের ক্রিকেটারদের নিয়ে ভাবি না।’ সলমনের কথায় স্পষ্ট তিনি পিসিবির এই সূচি মেনে নেওয়াটা তিনি ভালো ভাবে দেখছেন না।