
চেন্নাই: বিশাল ব্যবধানে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এ বারের এশিয়া কাপ অভিযান শুরু রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার। ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষা চলছে। উন্মাদনাও শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ জিতে সেই উত্তেজনা যেন আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচেই বড় সেঞ্চুরি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। ভারতের অলরাউন্ডারও বলছেন, এই পাকিস্তানকে হারানো খুবই কঠিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এই পাকিস্তান টিমকে অপ্রতিরোধ্য মনে করছেন। তার অন্যতম কারণ বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। নেপালের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করেছেন বাবর। কিপার-ব্যাটার রিজওয়ান ৪৪ রান করেছেন। সেঞ্চুরি করেছেন মিডল অর্ডার ব্যাটার ইফতিকার আহমেদ। পাকিস্তানের বোলিং লাইন আপও অনবদ্য। রবিচন্দ্রন অশ্বিন ইউটিউব চ্যানেলে বলেন, ‘বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ধারাবাহিকতা দেখাতে পারলে, এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভয়ঙ্কর দল হয়ে উঠবে এই পাকিস্তান। ওদের হারানো খুবই কঠিন কাজ হয়ে দাঁড়াবে।’
গত বারের এশিয়া কাপ হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এ বার ওয়ান ডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও একই ফরম্যাটে। ওয়ান ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে গত তিন ম্যাচেই জিতেছে ভারত। শনিবার আরও একটা ভারত-পাক দ্বৈরথ। ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথায়, ‘পাকিস্তান ব্যাটিংয়ের গভীরতা ভাবানোর মতোই। মিডল অর্ডারে অনবদ্য ব্যাটার রয়েছে। ওদের দেশে টেপ বল ক্রিকেটের প্রচুর চল রয়েছে। পেস বোলিংয়ের দিক থেকে পাকিস্তান বরাবরই ভালো। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে গত ৫-৬ বছরে দারুণ উন্নতি করেছে পাকিস্তান ক্রিকেট টিম।’
ভারতীয় দল শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে অবশ্য এশিয়া কাপের স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই খেলেননি। বেশ কয়েকজন চোট সারিয়ে সদ্য জাতীয় দলে ফিরেছেন। শনিবারের ম্যাচে যা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তান সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে। এশিয়া কাপেও এক ম্যাচ খেলে ভারতের বিরুদ্ধে নামছে।