IND vs PAK: ভারত-পাক ম্যাচ আয়োজনের পারিশ্রমিক মাত্র ৫৫০ টাকা!

Asia Cup 2023: মেঘের সামান্য ভ্রুকুটি দেখলেই তৈরি তাঁরা। বৃষ্টির দানা ছড়াতে শুরু করলেই নীল রংয়ের পিচ কভার নিয়ে ছুটে চলেছেন মাঠে। একবার নয়, বারবার। কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ ফেলার পর থেকেই তাঁদের দম ফেলার ফুরসত নেই। গত রবিবারের ভারত-পাক মহারণ ছিল তাঁদের কাছে চ্যালেঞ্জ। রোহিত শর্মা, বাবর আজমের চেয়ে কোনও অংশে কম ছিল না সেই লড়াই।

IND vs PAK: ভারত-পাক ম্যাচ আয়োজনের পারিশ্রমিক মাত্র ৫৫০ টাকা!
ভারত-পাক ম্যাচ আয়োজনের পারিশ্রমিক মাত্র ৫৫০ টাকা!Image Credit source: BCCI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 13, 2023 | 7:30 AM

কলম্বো: বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরি নিয়ে আলোচনার অন্ত নেই। লোকেশ রাহুলের (KL Rahul) প্রত্যাবর্তন ম্যাচ নিয়ে চলছে কাটাছেঁড়া। বিশ্বকাপের আগে ভারতের চিন্তা কতটা কমল, তিনি কতটা তৈরি, ভারতের মিডল অর্ডার কতটা শক্তপোক্ত হল— চলছে কথা। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav) নিজেকে এমন ধারালো করলেন কী ভাবে? পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটের রহস্য কী? চর্চায় আছেন রোহিত শর্মা, শুভমন গিল আরও অনেকে…! মুশকিল হল তাঁদের নিয়ে কেউ কথা বলে না! প্রেমাদাস স্টেডিয়ামের ‘আসল নায়ক’ যাঁরা, তাঁরা থেকে গিয়েছেন অন্ধকারেই। এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নির্বিঘ্নে শেষ করার জন্য কত টাকা পেলেন তাঁরা? TV9Bangla Sports এ বিস্তারিত।

মেঘের সামান্য ভ্রুকুটি দেখলেই তৈরি তাঁরা। বৃষ্টির দানা ছড়াতে শুরু করলেই নীল রংয়ের পিচ কভার নিয়ে ছুটে চলেছেন মাঠে। একবার নয়, বারবার। কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ ফেলার পর থেকেই তাঁদের দম ফেলার ফুরসত নেই। গত রবিবারের ভারত-পাক মহারণ ছিল তাঁদের কাছে চ্যালেঞ্জ। রোহিত শর্মা, বাবর আজমের চেয়ে কোনও অংশে কম ছিল না সেই লড়াই। বৃষ্টির ভ্রুকুটি বেশ কয়েক দিন ধরেই রয়েছে কলম্বোয়। ডাম্বুলায় এশিয়া কাপ সরানোর কথাও ভাবা হয়েছিল। কিন্তু টিভি সম্প্রচারকারী চ্যানেলের আপত্তিতে তা সম্ভব হয়নি। এশিয়া ক্রিকেট কাউন্সিল, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাই একঝাঁক গ্রাউন্ড স্টাফের উপরেই রেখেছিলেন ভরসা। তাঁদের কাঁধে চেপে এ বারের এশিয়া কাপ কি নির্বিঘ্নে পার করা যাবে? শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠ কর্মীরা দেখিয়েছেন, পরিকল্পনা আর পরিশ্রম দিয়ে বৃষ্টিকেও হারানো সম্ভব। রবিবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল মাঠ। ২৪.১ ওভারের পর আর ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। রিজার্ভ ডে হিসেবে সোমবার বাকি ম্যাচ হওয়ার কথা ছিল। প্রশ্ন ছিল, কভার দিয়ে মাঠ ঢাকা রয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টির প্রাথমিক প্রভাব তাও এড়ানো সম্ভব নয়। বিশেষ করে টানা বৃষ্টিতে মাঠ স্যাঁতস্যাতে হয়ে যাবেই। এই সব চ্যালেঞ্জ মাথায় নিয়েই সোমবার ভারত-পাকিস্তান বাকি ম্যাচ চমৎকার ভাবে শেষ হয়েছে। সেঞ্চুরি করার জন্য ম্যাচের সেরা হয়েছেন বিরাট। প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠ কর্মীরা কী পুরস্কার পেলেন?

রবিবার থেকে মঙ্গলবার, পর পর তিন দিন প্রেমাদাসা স্টেডিয়ামে হয়েছে ম্যাচ। টানা হাড়ভাঙা খেটে যাঁরা হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করলেন, তাঁরা শ্রীলঙ্কার টাকায় পেলেন মাত্র ২ হাজার। ভারতীয় মুদ্রায় ধরলে ৫৫০ টাকা। যা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। ক্রিকেটে অর্থের অভাব নেই। প্রাচুর্যের অভাব নেই। কিন্তু তা শুধু মাত্র প্লেয়ারদের জন্য। তাঁদেরই জন্য যাঁরা দিনভর খেটে মাঠ তৈরি করেন, পিচ তৈরি রাখেন, তাঁরা থেকে যান অন্ধকারেই। এই বৈষম্য কি কখনও মিটবে?