IND vs NEP, Asia cup 2023 : একাদশে সামি, নেপালের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করবে ভারত

India vs Nepal : পাল্লেকেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করবে ভারত। রোহিতদের কম রানে আটকে দেওয়ার পরিকল্পনা রোহিত শর্মাদের।

IND vs NEP, Asia cup 2023 : একাদশে সামি, নেপালের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করবে ভারত

| Edited By: তিথিমালা মাজী

Sep 04, 2023 | 3:06 PM

পাল্লেকেলে : ডু অর ডাই ম্যাচ। নেপাল ও ভারত উভয় দলের জন্য়ই। এশিয়া কাপে (Asia Cup 2023) গ্রুপ পর্বে আজ মুখোমুখি ভারত ও নেপাল। অসম লড়াই। তবে ক্রিকেটের মতো খেলায় কাউকে খাটো করে দেখার জো নেই। অঘটন ঘটতেই পারে। রোহিত পাওডেলের নেপালের বিরুদ্ধে টস জিতলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরপর দুটি ম্যাচে টস জিতলেন হিটম্যান। আজ, সোমবার পাল্লেকেলে প্রথমে ফিল্ডিং করবে ভারত। রোহিতদের কম রানে আটকে দেওয়ার পরিকল্পনা রোহিত শর্মাদের। ভারতের একাদশে একটিই পরিবর্তন। পারিবারিক কারণে এই ম্যাচে নেই জসপ্রীত বুমরা। তাঁর জায়গায় একাদশে মহম্মদ সামি। পাকিস্তানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে হারা নেপালের একাদশেও একটি পরিবর্তন। ভীম সারকির জায়গায় আরিফ শেখ।  TV9 Bangla Sports- এ বিস্তারিত।

পাকিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল ভারতের টপ অর্ডার। চার নম্বরে শ্রেয়স আইয়ারও ভরসা দিতে পারেননি। সেই কারণেই কি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত? ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা টস জিতে বললেন, “এর পিছনে নির্দিষ্ট করে কোনও কারণ নেই।” নেপালের জন্য এই দিনটি বিশেষ। জেতা-হারা কোনও বিষয় নয়। ভারতীয় দলের বিরুদ্ধে খেলা নেপালের ক্রিকেটার এবং দেশটির ক্রিকেট সমর্থকদের কাছে বিশাল বড় ব্যাপার। প্রি ম্যাচ কনফারেন্সে বলেছিলেন ক্যাপ্টেন রোহিত পাওডেল। টসের সময়ও সঞ্চালক রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে একই কথা বললেন রোহিত। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে নেপাল। পাল্লেকেলে স্টেডিয়ামে বড় সংখ্যায় হাজির নেপালের সমর্থকরা।

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।

নেপালের একাদশ – কুশল ভুর্তৈল, আসিফ শেখ, রোহিত পাওডেল, ভীম শারকি, কুশল মল্লা, দীপেন্দ্র এরী, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিছানে ও ললিত রাজবংশী