পাল্লেকেলে: এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে শনি-বিকেলে মুখোমুখি হতে চলেছে ভারত ও নেপাল। দুটি টিমেরই টুর্নামেন্টে দ্বিতীয় এবং ডু অর ডাই ম্যাচ। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। তাতে ১ পয়েন্ট এসেছে ভারতের ঝুলিতে। নেপালও এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে। টুর্নামেন্টে এই প্রথম বার খেলা পড়শি দেশ ম্যাচটি বড় ব্যবধানে হেরে গিয়েছে। সুপার ফোরে পা রাখতে দুটি দলই সোমবারের ম্যাচ জেতার লক্ষ্যে নামবে। এদিকে ম্যাচে বৃষ্টির সম্ভাবনাও প্রবল। ম্যাচ ভেস্তে গেলে আখেরে লাভ হবে ভারতেরই। পয়েন্ট ভাগাভাগি হলে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে ভারত। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচটি কখন, কোথায় কীভাবে দেখবেন।
এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটি কবে হবে?
এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটি আগামিকাল সোমবার (৪ সেপ্টেম্বর) হবে।
এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটি কোথায় হবে?
এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এশিয়া কাপে ভারত বনাম নেপাল ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।