কলম্বো: রাত পোহালেই এশিয়া কাপে ফের ভারত-পাক ম্যাচ। এ বারের এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রথম সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। সেই ম্যাচে শুধু ভারতের ইনিংস হয়েছিল। বৃষ্টির কারণে পাকিস্তানের ইনিংস হয়নি। ফলে ওই ম্যাচ হয় নিষ্ফলা। তাই সকলের নজর এ বার রবিবাসরীয় ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ম্যাচে। সুপার-ফোরে প্রথম ম্যাচ জিতেছিল পাকিস্তান। ভারতের এটি সুপার ফোরে প্রথম ম্যাচ। অন্যদিকে সুপার ফোর পর্বে এটি তৃতীয় ম্যাচ। এ বার এই ম্যাচে কী হয়, এখন সেটাই দেখার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ কখন, কোথায় কীভাবে দেখবেন।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। এবং পাকিস্তান জিতেছে ৬ বার। ২টি ম্যাচ অমীমাংসিত।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কবে হবে?
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি আগামিকাল রবিবার (১০ সেপ্টেম্বর) হবে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় হবে?
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।