পাল্লেকেলে: এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে শনি-বিকেলে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ভারত-পাকিস্তান (India vs Pakistan) শনিবাসরীয় মেগা ম্যাচের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। ২০২২ সালে এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই দলের সাক্ষাতে জিতেছিল ভারত। এরপর সুপার ফোরে পাকিস্তান হারায় ভারতকে। যদিও সেই হারকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার মেন ইন ব্লু। সাত বার এশিয়া কাপ জয়ের রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। অন্যদিকে পাকিস্তান এই টুর্নামেন্টে মাত্র ২ বার জিতেছে। এ বারের এশিয়া কাপে কী হবে, এখন সেটাই দেখার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ কখন, কোথায় কীভাবে দেখবেন।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১৭ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। এবং পাকিস্তান জিতেছে ৬ বার। ১টি ম্যাচ অমীমাংসিত।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কবে হবে?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি আগামিকাল শনিবার (২ সেপ্টেম্বর) হবে।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় হবে?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।
চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২০০-র বেশি রানে হারিয়েছে পাকিস্তান। জয় দিয়ে গ্রিন আর্মি এশিয়া কাপ যাত্রা শুরু করেছে। এ বার দেখার রোহিত শর্মার মেন ইন ব্লু বাবরের গ্রিন আর্মিকে হারিয়ে এশিয়া কাপ সফর শুরু করতে পারে কিনা।