IND vs PAK, Asia Cup 2023: রান তাড়া করতে চান বাবররা, ভারতের একাদশে এন্ট্রি বুমরা-রাহুলের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 10, 2023 | 3:14 PM

India vs Pakistan: এশিয়া কাপের সুপার ফোরে আজ, ভারত-পাকিস্তান ম্যাচ। এ বার শুধু মাঠে গড়ানোর পালা। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা আরও একটা ভারত-পাক মেগা ম্যাচের সাক্ষী হতে চলেছে। ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ সফর শুরু করেছিল মেন ইন ব্লু। সেই ম্যাচ ছিল নিষ্ফলা। এ বার দেখার আজ কলম্বোতে কী হয়।

IND vs PAK, Asia Cup 2023: রান তাড়া করতে চান বাবররা, ভারতের একাদশে এন্ট্রি বুমরা-রাহুলের

Follow Us

কলম্বো: রবিবাসরীয় এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চোখ আজকের ভারত-পাক ম্যাচে। দুই দলের সমর্থকরা পুরো ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। কারণ, এশিয়া কাপের গ্রুপ পর্বে রোহিত-বাবরদের প্রথম সাক্ষাৎে বাধা দিয়েছিল বৃষ্টি। তাই পুরো ম্যাচ হয়নি। অবশ্য সুপার-৪ পর্বের এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আপাতত কলম্বোর আকাশ পরিষ্কার। নির্ধারিত সময়ে টস হওয়ায় স্বস্তি পেয়েছে দুই দলের ক্রিকেটাররা ও সমর্থকরা। কেমন হল আজকের ম্যাচের জন্য দুই দলের একাদশ? কলম্বোতে টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপের প্রথম ম্যাচে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে টস জিতেছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক। আজ অবশ্য কলম্বোতে বাবর টস জেতেন। এবং ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন। টসের পর বাবর জানান, তাঁরা প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোচ্ছেন। তাই একাদশে কোনও পরিবর্তন নেই।

টসের পর রোহিত জানান, জিতলে ব্যাটিংই নিতেন। রোহিত বলেন, ‘ওদের বোলারদের মোকাবিলা করাটা আমাদের কাছে চ্যালেঞ্জ। ভালো পিচ। স্কোরবোর্ডে বড় রান তুলতে চাই। এখান থেকে প্রতিটি গেমই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা সময় একটা ম্যাচে ফোকাস করা দরকার।’ বৃষ্টির কারণে এ বারের এশিয়া কাপের প্রথম ভারত-পাক ম্যাচ ভেস্তে গিয়েছিল। এই নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খেলাতে এই রকম হয়। এই সবে কারও নিয়ন্ত্রণ থাকে না। আমরা নিজেদের তৈরি করেছি। এ বার পারফর্ম করার পালা।’

টসের সময় রোহিত জানান ভারতের একাদশে আজ দু’টি পরিবর্তন করা হল। জসপ্রীত বুমরা দলে ফেরায় বাদ পড়লেন মহম্মদ সামি। অন্যদিকে ওয়ার্ম আপ করার সময় পিঠে অল্প চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। তাই তাঁর জায়গায় একাদশে রাখা হল লোকেশ রাহুলকে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।

বাবর আজমের পাকিস্তানের একাদশে কোনও পরিবর্তন নেই।

পাকিস্তানের একাদশ – ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সলমন আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।

Next Article