Shoaib Akhtar: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করেছিল ভারত! অদ্ভূত দাবি…

Asia Cup 2023, IND vs SL: খেলোয়াড় জীবনে ভারতীয় ব্যাটারদের সঙ্গে শোয়েব আখতারের প্রতিদ্বন্দ্বিতা অজানা নয়। মাঠের বাইরে ভারতের অনেক ক্রিকেটারের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। ভারতের সম্প্রচারকারী চ্যানেলে নানা অনুষ্ঠানেও দেখা যায় শোয়েবকে। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, ভারতীয় ক্রিকেটারদের তিনি যে সম্মান করেন, নানা সময়েই তা প্রকাশ করেছেন। এ বার ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে আঙুল ওঠায়, বিস্ফোরক শোয়েব।

Shoaib Akhtar: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করেছিল ভারত! অদ্ভূত দাবি...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 12:04 AM

নয়াদিল্লি: এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ নিষ্ফলাই ছিল। সুপার ফোরে ফের মুখোমুখি হয় দু-দেশ। এই ম্যাচেও বাধা তৈরি করেছিল বৃষ্টি। অবশেষে রিজার্ভ ডে-তে ম্যাচের নিষ্পত্তি হয়।পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ফাইনালও নিশ্চিত করে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দুই ওপেনার হাফসেঞ্চুরি করেছেন। তিন ও চারে নামা বিরাট কোহলি, লোকেশ রাহুল সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে এমন দাপুটে ব্যাটিংয়ের পর শ্রীলঙ্কা ম্যাচে মাত্র ২১৩ রানেই অলআউট ভারত। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে নানা মিম দেখা যায়। পাকিস্তান ক্রিকেট সমর্থকদের বড় অংশ বিতর্ক তৈরি করে, পাকিস্তান যাতে ছিটকে যায়, সে কারণেই ইচ্ছাকৃত ভাবে খারাপ ব্যাটিং করেছে ভারত। ম্যাচ ‘গড়াপেটা’ হয়েছে, এমন আজব দাবিও তোলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

খেলোয়াড় জীবনে ভারতীয় ব্যাটারদের সঙ্গে শোয়েব আখতারের প্রতিদ্বন্দ্বিতা অজানা নয়। মাঠের বাইরে ভারতের অনেক ক্রিকেটারের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। ভারতের সম্প্রচারকারী চ্যানেলে নানা অনুষ্ঠানেও দেখা যায় শোয়েবকে। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, ভারতীয় ক্রিকেটারদের তিনি যে সম্মান করেন, নানা সময়েই তা প্রকাশ করেছেন। এ বার ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে আঙুল ওঠায়, বিস্ফোরক শোয়েব।

যে বা যারা ভারতের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ তুলেছেন, তাদের তুলোধনা করলেন শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান স্পিডস্টারের পরিষ্কার জবাব, যারা এমন গুজব ছড়ানোর চেষ্টা করছেন, প্রত্যেকে নির্বোধ। শোয়েব বলেন, ‘আমার কাছে এমন প্রচুর মেসেজ এসেছে। অনেকেই বলছেন, পাকিস্তান যাতে ফাইনালে যেতে না পারে সে কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইচ্ছাকৃত খারাপ ব্যাটিং করেছে ভারত। ম্যাচ গড়াপেটা হয়েছে। তাদের বলতে চাই, তোমাদের মাথায় কী আছে? শ্রীলঙ্কা সর্বস্ব দিয়ে লড়েছে। ওয়াল্লাগের কথা আলাদা করে বলতে হয়। দুর্দান্ত বোলিং করেছে, ব্যাট হাতেও ৪৩ রান। হঠাৎই আমি এমন ফোনও পেয়েছি, ওরা বলছে পাকিস্তান যাতে ছিটকে যায়, তাই ভারত হারছে! আরে, ভারত কেন হারতে যাবে? জিতলে তো ভারতই ফাইনালে যাবে, সেটাই ওরা করেছে। এই ফোন, মেসেজগুলো পুরো বোকাবোকা ব্যাপার।’

শ্রীলঙ্কার দুটো পার্টনারশিপ ভারতীয় শিবিরে চাপ তৈরি করেছিল। হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব দারুণ বোলিংয়ে পাল্টা চাপ তৈরি করেন। আলাদা করে বলতে হয় কুলদীপের কথা। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে চার। ভারতীয় বোলিংকে প্রশংসায় ভরিয়ে শোয়েব বলেন, ‘ভারত দারুণ প্রত্যাবর্তন করেছে। কুলদীপ দলের সম্পদ। বুমরার পারফরম্যান্স দেখুন। অল্প রানের পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং ভারতের।’