কলম্বো: এশিয়া কাপের সুপার ফোর পর্ব চলছে। কলম্বোতে রবিবাসরীয় যে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল, বৃষ্টির কারণে তা গড়িয়েছে রিজার্ভ ডে-তে। রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতের ইনিংসের ২৪.১ ওভারের খেলা হয়েছিল। এরপর আর প্রবল বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা যায়নি। যে জায়গায় গতকাল ম্যাচ শেষ হয়েছিল, সেখান থেকেই আজ, ১১ সেপ্টেম্বর খেলা শুরু হবে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি আজও কলম্বোতে ভালো বৃষ্টি হচ্ছে। এ বারের এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে সুপার ফোরে ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ভারত-পাক ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোর ফলে পরপর তিন দিন খেলতে হবে রোহিত শর্মাদের। যা মেন ইন ব্লুর জন্য বেশ চাপের। কিন্তু সূচি অনুযায়ী খেলা তো এগিয়ে যাবেই। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কখন, কোথায় কীভাবে দেখবেন।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কা মোট ২১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১০ বার জিতেছে ভারত। এবং শ্রীলঙ্কা জিতেছে ১১ বার। ২০২২ সালের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এ বার দেখার সেই হারের বদলা টিম ইন্ডিয়া নিতে পারে কিনা।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কবে হবে?
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি আগামিকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) হবে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কোথায় হবে?
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।