Shreyas Iyer: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বস্তির বার্তা শ্রেয়সের

Asia Cup 2023, CWC: এশিয়া কাপের জন্য ভারতীয় দলের শিবির শুরু হয়েছে ২৩ অগস্ট। এই শিবির চলবে ২৯ তারিখ অবধি। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।

Shreyas Iyer: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বস্তির বার্তা শ্রেয়সের
Image Credit source: Screengrab
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 7:33 PM

বেঙ্গালুরু: এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভারতের ভাবনার জায়গা ব্যাটিং অর্ডারে চার নম্বর। এই জায়গায় প্রথম পছন্দ শ্রেয়স আইয়ার। গত কয়েক মাস ধরে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অস্বস্তিতে রেখেছিল তাঁর চোট। ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পেয়েছিলেন শ্রেয়স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁকে পাওয়া যায়নি। খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। শ্রেয়সের ফেরা নিয়ে নানা সংশয় ছিল। অবশেষে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘদিন রিহ্যাব চলে। প্রস্তুতি ম্যাচও খেলেছেন। প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলার জন্য কতটা প্রস্তুত নিশ্চিত নয়। বেঙ্গালুরুতে চলছে এশিয়া কাপের শিবির। এশিয়া কাপের পর রয়েছে ঘরের মাঠে বিশ্বকাপ। ২০১১ সালের পুনরাবৃত্তিতে নজর টিম ইন্ডিয়ার। এশিয়া কাপের শিবির থেকে শ্রেয়স আইয়ারের বার্তা, ‘আমি প্রস্তুত’। বিস্তারিত জেনে TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শ্রেয়স আইয়ারকে না পাওয়া ভারতের কাছে বড় ধাক্কা ছিল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আশঙ্কার মেঘ অনেকটাই কেটেছে। ভারতীয় বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়োতে নানা বার্তা দিয়েছেন শ্রেয়স। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে। ভিডিয়ো বার্তায় শ্রেয়স বলেন, ‘দলে ফিরতে পেরে উত্তেজনায় ফুটছি।’ চোট নিয়ে বিস্তারিত জানান শ্রেয়স।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর মূল স্কোয়াডের সঙ্গে শিবিরে রয়েছেন শ্রেয়স। পুরোদমে প্রস্তুতি সারছেন। শ্রেয়স আরও বলেন, ‘অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ লন্ডনে ছিলাম। চিকিৎসক নিয়মিত পর্যবেক্ষণ করেছেন। এরপর হালকা দৌড় শুরু করি। রানিং সেশনের প্রথম দিনটা খুবই কঠিন ছিল। এরপর ক্রমশ উন্নতি করি। ইয়ো ইয়ো টেস্টও দিয়েছি। প্রস্তুতি ম্যাচ খেলেছি। ক্রমশ যেন পুরনো জায়গায় ফিরছি। সত্যি বলতে, ইয়ো ইয়ো টেস্টে নিজেকেই চমকে দিয়েছি।’

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। শ্রেয়সকে চারে ব্যাট করতে দেখা যাবে। প্রস্তুতি শিবিরে সিচুয়েশন প্র্যাক্টিসও করছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিংবা আইপিএলে না খেলার বিষয়ে ভাবতে নারাজ। শ্রেয়সের বার্তা, বর্তমানে বাঁচো। বলছেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে কী চলছে সেটা নিয়ে ভাবা। সামনে কী হতে চলেছে, তারপর কী, এত দূর ভাবতে চাই না।’

এশিয়া কাপের জন্য ভারতীয় দলের শিবির শুরু হয়েছে ২৩ অগস্ট। এই শিবির চলবে ২৯ তারিখ অবধি। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।