পাল্লেকেলে: হাইভোল্টেজ ম্যাচ মানেই হাউসফুল স্টেডিয়াম। এ দৃশ্য বড়ই নয়নাভিরাম। কিন্তু ক্যান্ডিতে এমন দৃশ্য দেখা গেল কই? এশিয়া কাপের (Asia Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তা নজরে পড়ল না। দুই প্রতিবেশী দেশের ব্যাট-বলের যুদ্ধ দেখতে স্টেডিয়ামে দর্শকরা ভিড় না করলেও, চোখ রেখেছিলেন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে (Disney + Hotstar)। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচে ডিজনি প্লাস হটস্টারে নজর রেখেছিলেন কত দর্শক।
পাল্লেকেলে চারিদিকে উড়ছে ভারত-পাকিস্তানের পতাকা। দর্শকরা দুই দলের ক্রিকেটারদের নাম নিয়ে গলা ফাটালেন। কিন্তু তাতেও একটা শূন্যতা রয়ে গেল। আসলে ক্যান্ডিতে ভারত ও পাকিস্তান দুই দলের সমর্থকরা এসেছিলেন ঠিকই, কিন্তু স্টেডিয়াম ভরাতে পারেননি। যে ছবি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, টিকিট সব বিক্রি হয়নি। যা মাঠ দেখেই পরিষ্কার। তাঁর কথায়, গত কালও ক্যান্ডি আর কলম্বোতে টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য বেশি টিকিট বিক্রি হয়নি।
ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি না হওয়ায় হতাশ আয়োজকরা। এক কর্তা জানান, ভারত-পাক ম্যাচে মাঠ ভরল না এটা বেশ অবাক করার মতো। ওই কর্তার কথায়, টিকিটের দাম তুলনামূলক বেশি রাখা হয়েছিল। কিন্তু এমন টিকিটও ছিল যা অনেকের সাধ্যের মধ্যে। উইকএন্ডে এই ম্যাচ দেখতে অনেকেই আসতে পারতেন। হয়তো এই ম্যাচে বৃষ্টির সম্ভবনার কথা মাথায় রেখেই বেশি দর্শক টিকিট কাটেননি।
মাঠে গিয়ে তো সকলে ম্যাচ দেখার সুযোগ পান না। তাই ভরসা থাকে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এ বার তো ডিজনি প্লাস হটস্টার বিনামূল্যে মোবাইলে এশিয়া কাপের ম্যাচ দেখাচ্ছে। তাই এই সুযোগ হাতছাড়া করছেন না দর্শকরা। ক্যান্ডিতে চলতি ভারত-পাক ম্যাচের জন্য হটস্টারে চোখ রেখেছিলেন ১.৩ কোটিরও বেশি দর্শক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল।
এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপও বিনামূল্যে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। সম্প্রতি হটস্টারে ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে কমেছে। গ্রাহক সংখ্যার পতনের পিছনে মূল যে দুটি কারণ ছিল, জিওসিনেমা ফুটবল বিশ্বকাপ এবং আইপিএল এই দুই ইভেন্ট লাইভ স্ট্রিমিং করেছিল। প্রাথমিকভাবে, হটস্টার অনুমান করেছিল যে ভারতীয়রা তাঁদের প্রিমিয়াম কন্টেন্টের জন্য সাবস্ক্রিপশন চালু রাখবে। কিন্তু আদতে সেটা হয়নি। বরং, হটস্টারে ক্রিকেট ম্যাচ দেখতে না পেয়ে অনেকেই সাবস্ক্রিপশন বাতিল করেন। এই পরিস্থিতিতে হটস্টার বিনামূল্যে লাইভ ক্রিকেট ম্যাচ স্ট্রিম করার সিদ্ধান্ত নিয়েছে।