ASIA CUP, IND VS SL: এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা, অতীত রেকর্ড যা বলছে…
Asia Cup 2023, India vs Sri Lanka: এরপর ২০১০ সালেও ফের এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়। অর্থাৎ টানা তিন বার। শ্রীলঙ্কার অবশ্য ট্রফির হ্যাটট্রিক হয়নি। শ্রীলঙ্কাকে ৮১ রানের বড় ব্যবধানে হারায় ভারত। ২০১০-র পর ভারত ও শ্রীলঙ্কা দু-দল ফাইনালে উঠলেও ট্রফির ম্যাচে মুখোমুখি হয়নি। অর্থাৎ ২০১০-এর পর আজ ফের একবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা।

Image Credit source: twitter
কলম্বো: এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল ভারত ও শ্রীলঙ্কা। ভারত সাত বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ভারতকে ছোঁয়ার সামনে শ্রীলঙ্কা। তারা ছ’বারের চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা গত বারেরও চ্যাম্পিয়ন। তবে গত বার টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ। তারপরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে ফরম্যাট বদল। এ বার ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ, তাই এশিয়া কাপও ওয়ান ডে ফরম্যাটে। অতীতেও ভারত ও শ্রীলঙ্কা ফাইনালে মুখোমুখি হয়েছে। আরও একটা ফাইনালের আগে, দেখে নেওয়া যাক সেই তথ্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফাইনালে ভারত-শ্রীলঙ্কা, এক নজরে
- এশিয়া কাপ শুরু হয় সেই ১৯৮৪ সালে। প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন ভারত। রানার্স হয়েছিল শ্রীলঙ্কা। সে বার অবশ্য ফাইনাল ছিল না। রাউন্ড রবিন ভিত্তিতে টুর্নামেন্ট শেষে শীর্ষে থাকা দল ভারত চ্যাম্পিয়ন।
- এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম বার মুখোমুখি হয় তৃতীয় সংস্করণে। ১৯৮৮ সালে ওয়ান ডে ফরম্যাটে সেই এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
- এর পরের সংস্করণ ১৯০-৯১ সালে ভারতেই হয় এশিয়া কাপ। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। ৭ উইকেটে জিতে চ্যাম্পিয়ন ভারত।
- ১৯৯৫ সালের এশিয়া কাপেও ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়। শারজায় শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
- ১৯৯৭ সালে এশিয়া কাপ হয় শ্রীলঙ্কায়। ফাইনাল কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। এশিয়া কাপে প্রথম বার ভারতকে ফাইনালে হারানোর স্বাদ পায় শ্রীলঙ্কা। ৮ উইকেটে জিতে খেতাব শ্রীলঙ্কার।
- ভারত ও শ্রীলঙ্কা ২০০৪ ও ২০০৮ সালে পরপর দু-বার ফাইনালে মুখোমুখি হয়। দু-বারই চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ২০০৪ সালে শ্রীলঙ্কা ২৫ রানে জিতলেও পরের সংস্করণে ১০০ রানের বিশাল ব্য়বধানে ভারতকে হারিয়ে খেতাব জেতে শ্রীলঙ্কা।
- ২০১০ সালে ফের এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়। অর্থাৎ টানা তিন বার। শ্রীলঙ্কার অবশ্য ট্রফির হ্যাটট্রিক হয়নি। শ্রীলঙ্কাকে ৮১ রানের বড় ব্যবধানে হারায় ভারত। ২০১০-র পর ভারত ও শ্রীলঙ্কা দু-দল ফাইনালে উঠলেও ট্রফির ম্যাচে মুখোমুখি হয়নি। অর্থাৎ ২০১০-এর পর আজ ফের একবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা।

যদি পিণ্ডদান না করা হয়, কী হবে জানেন? গরুড় পুরাণ বলছে...

আপনি গর্বিত হিন্দু? কিন্তু জানেন কি, হিন্দু ধর্মে মোট ক'টি পুরাণ রয়েছে?

২ টাকার পান পাতার কামাল, এ ভাবে খেলে বাঁচবে কাঁড়ি কাঁড়ি টাকা!

মানি প্ল্যান্টের সবুজ পাতা হচ্ছে হলুদ? আটকাতে করুন এই ছোট্ট কাজ

ভারতের কোন মন্দির সবচেয়ে বেশি জিএসটি দেয় জানেন?

বাড়িতে কীভাবে সহজে বানাবেন হায়দরাবাদী চিকেন হালিম