Jasprit Bumrah: এশিয়া কাপে পাওয়া যাবে না! এই কারণে দেশে ফিরলেন জসপ্রীত বুমরা

Asia Cup 2023: বিশ্বকাপের আগে পর্যাপ্ত ম্যাচ প্র্যাক্টিস প্রয়োজন। বিশেষ করে বুমরার। সম্প্রতি আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। সেটি টি-টোয়েন্টি ফরম্যাট ছিল।

Jasprit Bumrah: এশিয়া কাপে পাওয়া যাবে না! এই কারণে দেশে ফিরলেন জসপ্রীত বুমরা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 10:12 PM

কলকাতা: চলছে এশিয়া কাপ। আগামী কাল ভারতের দ্বিতীয় ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি সম্পূর্ণ হয়নি। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গত বছর জুলাইতে শেষ ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জসপ্রীত বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে খেললেও বোলিংয়ের সুযোগ পাননি। বিশ্বকাপের আগে পর্যাপ্ত ম্যাচ প্র্যাক্টিস প্রয়োজন। বিশেষ করে বুমরার। সম্প্রতি আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। সেটি টি-টোয়েন্টি ফরম্যাট ছিল। ওয়ান ডে ফরম্যাটে দীর্ঘ সময় বোলিং করেননি। এ দিনই দেশে ফিরলেন বুমরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন। খেলার দুনিয়ায় তিনি পরিচিত নাম। সঞ্চালনা করেন। সঞ্জনা সন্তানসম্ভবা। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকতে চান জসপ্রীতও। সে কারণেই ভারতীয় বোর্ডের কাছে পিতৃত্বকালীন ছুটি চেয়ে অনুরোধ করেছিলেন। বোর্ড তা মেনে নিয়েছে। এ দিন বিকেলেই মুম্বই ফিরেছেন জসপ্রীত বুমরা। বোর্ড সূত্রে খবর, সুপার ফোর পর্বের সময় টিমের সঙ্গে যোগ দেবেন জসপ্রীত বুমরা।

সুপার ফোরের ম্যাচের আগে এখনও সময় আছে। আগামী কাল নেপালের বিরুদ্ধে ম্যাচ। বৃষ্টির কারণে এই ম্যাচটিও যদি ভেস্তে যায়, তাতেও সুপার ফোরে জায়গা করে নেবে ভারত। গ্রুপ এ থেকে ইতিমধ্যেই সুপার নিশ্চিত করেছে পাকিস্তান। তারা নেপালের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। ভারতের বিরুদ্ধে ম্যাচটি নিষ্ফলা। সবমিলিয়ে পাকিস্তানের ঝুলিতে তিন পয়েন্ট। ভারতীয় টিম গত ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েছে। এশিয়া কাপে বেশ কিছু বিষয়ে দেখে নেওয়ার সুযোগ ভারতীয় শিবিরে। বুমরা তার মধ্যে অন্যতম। বুমরাও বোর্ডকে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব টিমের সঙ্গে যোগ দেবেন।